Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

print

আপডেট : ০৫-০৬-২০১৬

‘একদিন হত্যার বিচার হবে’

‘একদিন হত্যার বিচার হবে’

ঢাকা, ০৬ মে- ৫ মে স্মরণে বৃহস্পতিবার রাজধানী লালবাগে দলের সমন্বয় কার্যালয়ে এক আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করে হেফাজতের নেতারা।

এতে বক্তারা বলেন, “আজ তিন বছর গত হলেও সে ভয়াল রাতের ভয়ানক দৃশ্যগুলো ভুলতে পারেনি ঈমানদার জনতা। আমরাবিশ্বাস করি, একদিন সত্য উন্মোচিত হবে। হত্যাকারীদের বিচার হবে।”

অনুষ্ঠানের সভাপতি ও হেফাজতের নায়েবে আমির মাওলানা আবদুল লতিফ নেজামী বলেন, “হেফাজতে ইসলাম শুরু থেকে আপোষহীন। আমাদের শক্তি ও সাহস এখনো অমলিন। কোনো বাতিল শক্তির সঙ্গে আমাদের আপোষ নেই।”

হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি ফয়জুল্লাহ বলেন, “কোনো মিথ্যাচার কিংবা গুজব হেফাজতে ইসলামের নেতৃত্ব ও ঐক্যে ফাটল ধরাতে পারবে না। ঐতিহাসিক ১৩ দফা বাস্তবায়নের লক্ষ্যে নবীপ্রেমিকদের ঈমানি আন্দোলন অব্যহত থাকবে। হেফাজতের জন্মই হয়েছে উগ্র নাস্তিক-মুরতাদদের কবল থেকে মুসলমানদের ঈমান-আক্বিদা ও ইসলামকে রক্ষা করা।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আবুল হাসানাত আমিনী, মজলিসে শুরা সদস্য মাওলানা  যুবায়ের আহমদ, মুফতি মো. ইয়াহইয়া, মাওলানা আলতাফ হোসাইন, মাওলানা রিয়াজতুল্লাহ, কাজী আজিজুল হক, মাওলানা  মুফতি আবুল খায়ের বিক্রমপুরী, মাওলানা আনছারুল হক ইমরান, মাওলানা মোরশেদ চৌধুরী, আব্দুর রহমান প্রমুখ।

এফ/০৮:৫৫/০৬মে

জাতীয়

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে