Deshe Bideshe

DESHEBIDESHE

Login
ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৫-০৫-২০১৬

অবসরের পরে কী করবেন ধোনি?

অবসরের পরে কী করবেন ধোনি?

চেন্নাই, ০৫ মে- অবসরের পরে ক্রিকেটের সঙ্গে তার যোগাযোগ থাকবেই, তা নিয়ে কোনও সন্দেহ নেই। তবে মহেন্দ্র সিংহ ধোনি কিন্তু স্রেফ ব্যবসায়ী হিসেবে নজর কাড়তে পারেন সকলের। সেইমতো অবস্থানও তৈরি করছেন।

দেশের অন্যতম সফল ব্যবসায়ী হিসেবে উঠে আসতে পারেন মহেন্দ্র সিংহ ধোনি, ইতিমধ্যেই ভারতের সীমিত ওভারের এই অধিনায়ক ব্যবসায়ী হিসেবে নিজেকে অনেকটা জানান দিয়েছেন। তার ব্যবসায় মধ্যে রয়েছে, রিয়েল এস্টেট, সিকিওরিটি সলিউশন্‌স, জিম-চেন থেকে শুরু করে স্পোর্টস অ্যাপারেল চেন ‘সেভেন’।

এ ছাড়াও হকি ইন্ডিয়া লিগ, ইন্ডিয়ান সুপার লিগ এবং সুপারস্পোর্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে টিম কিনেছেন ধোনি। স্পোর্টস এবং ফিটনেস ব্যবসার বাইরে আম্রপালি মাহি ডেভেলপার্স প্রাইভেট লিমিটেডের মাধ্যমে রিয়েল এস্টেট ব্যবসায় এগিয়েছেন ধোনি। এই সংস্থায় ধোনির স্ত্রী সাক্ষীর ২৫ শতাংশ শেয়ার রয়েছে।

নিরাপত্তা এবং বায়োমেট্রিক সিস্টেম নিয়ে কাজ করা সংস্থা অপটিমাম ভিজিল্যান্স সলিউশন্‌স-এর অংশীদার ধোনি। নিজের উপর যে বায়োপিক তৈরি হচ্ছে, তার প্রযোজনাও আংশিকভাবে মাহি করেছেন বলে শোনা
যাচ্ছে।

এভাবে বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করা খেলোয়াড়দের একটি ট্রেন্ড ছিল গত শতকের ৭০-এর দশকে। ধোনি নিজেই একটি ব্র্যান্ড। সেই নাম পুঁজি করে ধোনি এগিয়েছেন নানা ব্যবসায়। বলা হচ্ছে, ঠিক যেভাবে হেলিকপ্টার শট খেলার জন্য সেরা বলটি তিনি বেছে নেন, সেভাবেই বেছে নিয়েছেন এমন ব্যবসা যেখানে বিনিয়োগ মানেই মুনাফার সম্ভাবনা প্রবল।

ক্রিকেট

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে