Deshe Bideshe

DESHEBIDESHE

Login
ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 2.7/5 (22 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৫-০৫-২০১৬

ছত্রিশগড়ে যাত্রীবাহী বাস নদীতে, নিহত ১৩

ছত্রিশগড়ে যাত্রীবাহী বাস নদীতে, নিহত ১৩

নয়াদিল্লি, ০৫ মে- ভারতের ছত্রিশগড় রাজ্যের বলরামপুর জেলায় বুধবার রাতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে শুষ্ক নদীতে পড়ে গেলে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫৩ জন। আহতদের মধ্যে ১৬ জনের অবস্থা গুরুতর। বুধবার স্থানীয় সময় রাত সাড়ে দশটার দিকে বলরামপুর জেলার দালধওয়া ঘাটে এ দুর্ঘটনাটি ঘটে বলে এনডিটিভি জানিয়েছে।

বিলাসবহুল বাসটি ছত্রিশগড়ের গাদওয়া থেকে যাত্রা শুরু করেছিল। এর গন্তব্য ছিল পার্শ্ববর্তী ঝাড়খণ্ড রাজ্যের রাজধানী রায়পুর। গন্তব্য থেকে প্রায় ৪শ কিলোমিটার দূরে দালধওয়া ঘাটে আসার পর বাসটি একটি ব্রিজ থেকে ছিটকে নিচে পড়ে যায়। স্থানীয় পুলিশ বলছে, দালধওয়া সড়কে মোড় ঘোরার সময় চালক এক মোটর সাইকেল আরোহীকে দেখতে পান। তাকে বাঁচাতে গিয়েই তিনি জোরে ব্রেক কষেন। এতে তিনি স্টিয়ারিংয়ের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে যাত্রীবাহী বাসটি ব্রিজ থেকে ছিটকে নদীতে পড়ে উল্টে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়। বলরামপুরের পুলিশ কর্মকর্তা সদানন্দ কুমার রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআই’কে জানান, এ দুর্ঘটনায় ইতিমধ্যে ১৩ জনের মৃত্যু হয়েছে। নিহতদের সবাই পুরুষ। এছাড়া আহত ৩৭ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ১৬ জনের অবস্থা গুরুতর।

এফ/০৯:৫০/০৫মে

দক্ষিণ এশিয়া

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে