Deshe Bideshe

DESHEBIDESHE

Login
ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 3.0/5 (68 টি ভোট গৃহিত হয়েছে)

print

আপডেট : ০৫-০৫-২০১৬

একসঙ্গে ঘুম, উঠে দেখেন স্ত্রী-পুত্রের লাশ

একসঙ্গে ঘুম, উঠে দেখেন স্ত্রী-পুত্রের লাশ

কিশোরগঞ্জ, ০৫ মে- রাতে স্ত্রী-পুত্রকে পাশে নিয়ে ঘুমালেন। সকালে উঠে দেখেন স্ত্রী-পুত্রের লাশ। কিশোরগঞ্জে নিকলী উপজেলার ছাতিরচর গ্রামের মাসুদ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

বুধবার দুপুরে পুলিশ মাসুদ মিয়ার বাড়ি থেকে তার স্ত্রী-পুত্রের লাশ উদ্ধার করেছে। নিহতরা হচ্ছে- মাসুদ মিয়ার স্ত্রী শোকতারাবেগম (২৫) ও তার পুত্রসন্তান মাহিম। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মাসুদ মিয়াকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে বাপের বাড়িতে রান্না করা খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে শোকতার ও তার ছেলে মাহিম। পাশে তার স্বামীও ঘুমিয়ে পড়েন। সকালে মাসুদ মিয়া ঘুম থেকে উঠে স্ত্রী-সন্তানকে ঘুমন্ত অবস্থায় দেখতে পায়। তাদের ডাকাডাকি করতে থাকেন। কিন্তু কোনো সাড়াশব্দ না পেয়ে খবর দেন থানায়। খবর পেয়ে পুলিশ দুপুরে মা-ছেলের লাম উদ্ধার করে।

নিকলী থানার পরিদর্শক (ওসি, তদন্ত) মো. জসিম উদ্দিন জানান, শোকতারার বাপের বাড়ি থেকে পাঠানো খাবার পরীক্ষার জন্য আগামীকাল বৃহস্পতিবার ঢাকা মহাখালী পরীক্ষাগারে পাঠানো হবে।

এস/০০:৪০/০৫ মে

কিশোরগঞ্জ

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে