Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 2.1/5 (13 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৫-০৪-২০১৬

জাল টাকা তৈরির মামলায় একজনের ফাঁসি

জাল টাকা তৈরির মামলায় একজনের ফাঁসি

নীলফামারী, ০৪ মে- নীলফামারীতে জাল টাকার নোট তৈরির  ঘটনায় মামলায় এম এ বাদশা ঢালী নামে এক ব্যক্তির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (০৪ মে) দুপুরে নীলফামারীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মাহবুবুল আলম এ আদেশ দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাদশা ঢালী সৈয়দপুর উপজেলার ইসলামবাগের মৃত. ওয়াহেদুন্নবীর ছেলে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৪ সালের ২৭ জুলাই রাতে উপজেলার ইসলামবাগ এলাকার একটি বাড়ি থেকে জাল টাকা তৈরির সময় বাদশা ঢালীকে আটক করে পুলিশ।
 
পরদিন সৈয়দপুর থানায় মামলা দায়ের করেন উপপরিদর্শক (এসআই) রাশেদুজ্জামান।

দীর্ঘ শুনানি শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় বুধবার তার ফাঁসির আদেশ দেন আদালত।

বিষয়টি নিশ্চিত করে আদালতের অতিরিক্ত সরকারি কৌসুলি আজিজুল ইসলাম প্রামাণিক জানান, আসামীর উপস্থিতিতে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে এ রায় দেওয়া হয়েছে।

আইন-আদালত

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে