Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 2.1/5 (13 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৫-০৪-২০১৬

জুনে জিম্বাবুয়ে সফরে যাচ্ছে ভারত

জুনে জিম্বাবুয়ে সফরে যাচ্ছে ভারত

নয়াদিল্লী, ০৪ মে- এ বছরের প্রায় পুরোটা সময়ই ব্যস্ততার মধ্যে কাটাতে হবে ভারতীয় ক্রিকেটারদের। আগামী জুলাই-আগস্টে ওয়েস্ট ইন্ডিজ সফর চূড়ান্ত করেই ফেলেছে ভারত। তার আগে জুন মাসে ধোনি-কোহলিরা যাবেন জিম্বাবুয়ে সফরে। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দিনক্ষণও চূড়ান্ত হয়ে গেছে বলে জানিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট ইউনিয়ন।

চলতি মাসের ২৯ তারিখে শেষ হবে ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ আইপিএল। তার পরপরই জিম্বাবুয়ে সফরের প্রস্তুতি নিতে হবে ভারতকে। আগামী জুনে জিম্বাবুয়ে সফরে গিয়ে ভারত খেলবে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি। সব ম্যাচই হবে হারারেতে। এ ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে সব ধরনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন জিম্বাবুয়ে ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক উইলফ্রেড মুকোন্ডিয়া। 

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে ভারতের জিম্বাবুয়ে সফর। ম্যাচগুলো হবে ১১, ১৩ ও ১৫ জুন। তার পর দুদিনের বিরতি দিয়ে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ১৮, ২০ ও ২২ জুন তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত ও জিম্বাবুয়ে। গত বছরের জুলাইয়েও জিম্বাবুয়ে সফরে গিয়ে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল ভারত।

জিম্বাবুয়ে সফরের পরপরই জুলাই-আগস্টে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার কথা ভারতের। তার পর প্রথমবারের মতো ভারত সফরে যাওয়ার কথা বাংলাদেশের। তবে কোনোটিরই দিনক্ষণ চূড়ান্ত হয়নি।

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে