Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 3.0/5 (3 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৫-০৪-২০১৬

কঙ্গনার প্রেমের ফাঁদে নাজেহাল প্রেমিক

কঙ্গনার প্রেমের ফাঁদে নাজেহাল প্রেমিক

কঙ্গনাকে নিয়ে বিতর্ক যেন থামতেই চাইছে না! তা না হলে, ঋত্বিক রোশানের সঙ্গে জুটঝামেলার কিছুটা যখন সুরাহা হওয়ার দ্বারপ্রান্তে, ঠিক সে সময়ই বা কেন কঙ্গনাকে নিয়ে নতুন ইস্যু তৈরি হবে। হ্যাঁ। ঋত্বিক রোশানের সঙ্গে যখন কঙ্গনার তুমুল হট্টগোল ব্যাপার, ঠিক সেসময়েই কঙ্গনাকে ধূর্ত আখ্যা দিয়ে গণমাধ্যমে মুখ খুললেন কঙ্গনার প্রাক্তন প্রেমিক ও তার পরিবার!


কঙ্গনা-ঋত্বিকের সম্পর্ক নিয়ে বলিউড যখন পুরোপুরি সরগরম, ঠিক সেসময় মুখ খুললেন কঙ্গনার প্রাক্তন প্রেমিক অধ্যয়ন সুমন ও তার পরিবার। আর কঙ্গনাকে নিয়ে তার এমন মন্তব্যে ঋত্বিক-কঙ্গনার ঠান্ডাযুদ্ধে আবহ যেন আরো গাঢ়তর হল। কারণ কঙ্গনাকে ধূর্ত আখ্যা দিয়ে প্রাক্তন প্রেমিক বলেছেন, কঙ্গনা দজ্জাল, এবং ছলনাময়ী এক নারী। সে তার জীবনকে ‘নরক’ বানিয়ে দিয়েছিল বলেও সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান অধ্যয়ন। কঙ্গনা সম্পর্কে ছেলের এই মূল্যায়ন পুরোপুরি সমর্থন করেছেন তার বাবা শেখর সুমন ও মা অলকা সুমন।


অধ্যয়নের বাবা-মা....

অধ্যয়নের বাবা মা মনে করেন, তাদের ছেলেকে কঙ্গনা যাদুটোনাও করেছিল। সম্প্রতি গণমাধ্যমে দেয়া এক সাক্ষাত্কারে অধ্যয়নের বাবা শেখর জানিয়েছেন, একদিন অধ্যয়নের মা ছেলের ড্রয়ার খুলে সুপারি কিছু কয়েন এবং অন্যান্য সব অদ্ভূত জিনিস দেখতে পান। যা তাদেরকে সন্দেহে ফেলে দেয়। আর অনুমান করে নেন যে তাদের ছেলেকে কেউ যাদুটোনা করেছে।’


অধ্যয়ন সুমনের সঙ্গে কঙ্গনা...

এমন ঘটনার পর নাকি বাড়িতে পুরোহিত ডেকে কঙ্গনার বশিকরণকে ঠেকিয়ে দিয়েছিলেন তার বাবা-মা। অন্তত এমন দাবীই করেছেন অধ্যয়নে মা অলকা সুমন। তাছাড়া তাদের ছেলে সেসময় অসংলগ্ন আচরণও শুরু করেছিলেন বলে জানান তারা। একদিন পুরো মাথা মুড়িয়ে হঠাৎ ঘরে ফেরেন অধ্যয়ন। পরে তারা খুঁজ নিয়ে জানতে পারেন, এটাও নাকি কঙ্গনাই জোর করে করিয়েছিল!     

বাবা-মায়ের ভাষ্যমতে অধ্যয়ন-কঙ্গনার প্রেম নিয়ে আরো জানা যায়, কঙ্গনাকে জানপ্রাণ দিয়ে ভালোবাসতো অধ্যয়ন।কিন্তু তার বিপরীতে কঙ্গনা খুবই ভয়ঙ্কর ব্যবহার করতো আমাদের ছেলের সাথে। হরহামেশায় কঙ্গনা ওকে গালিগালাজ করতো। এমনকি উল্টো কিছু বললে নাকি অধ্যয়নকে মারধর পর্যন্ত করেছে।’ 

প্রসঙ্গত, এক সময় খুব ভালো বন্ধুত্ব ছিল বলিউডের ‘কুইন’ খ্যাত শীর্ষস্থানীয় অভিনেত্রী কঙ্গনা রানাউত ও কৃষ খ্যাত তুমুল জনপ্রিয় তারকা ঋত্বিক রোশনের মধ্যে। কিন্তু গত কয়েক মাস ধরে তাদের মধ্যকার সম্পর্কটা ক্রমশই মন্দ থেকে মন্দতর হচ্ছে। পরস্পরকে আইনি নোটিশ পর্যন্ত পাঠিয়ে হুমকি ধামকি পর্যন্ত দিয়েছেন। আর এরপরই মূলত বের হয়ে আসছে তাদের ভেতরকার আরো অনেক গোপনসব তথ্য! এমনকি ঋত্বিকের সঙ্গে গোপনে নাকি বাগদানও হয়েছিল কঙ্গনার এমন খবরও শোনা গেছে। আর ঋত্বিক-কঙ্গনার এমন ঠান্ডাযুদ্ধ চলাকালীন সময়ে শোনা গেল শুধু ঋত্বিকের সঙ্গেই নয়, বরং তার আগে অধ্যয়ন নামে আরো একজনের সঙ্গেও তুমুল প্রেম ছিল কঙ্গনার। আর এই বিষয়টি এখন রীতিমত ‘টক অব দ্য বলিউড’! 

এফ/০৯:৪০/০৪মে

বলিউড

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে