Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 3.3/5 (10 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৫-০৩-২০১৬

সাত গুণী শিল্পী পাচ্ছেন শিল্পকলা পদক

সাত গুণী শিল্পী পাচ্ছেন শিল্পকলা পদক

ঢাকা, ০৩ মে- সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এমন ৭জন গুণী শিল্পীকে সম্মাননা জানাতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ২০১৩  সালে প্রথম শুরু হয় ‘শিল্পকলা পদক’ প্রদান। তারই ধারাবাহিকতায় চলতি বছরও প্রদান করা হচ্ছে এ পদক। আজ শিল্পকলা একাডেমীতে এক সংবাদ সম্মেলনে সাত গুণীর নাম প্রকাশ করে একাডেমী কর্তৃপক্ষ।

এ বছর ‘শিল্পকলা পদক ২০১৫’ প্রাপ্ত গুণীজনরা হলেন যথাক্রমে নৃত্যকলা- সালেহা চৌধুরী, লোকসংস্কৃতি- নাদিরা বেগম, নাট্যকলা- কাজী বোরহানউদ্দীন, যন্ত্র সংগীত- সুজেয় শ্যাম, আবৃত্তি- নিখিল সেন, চারুকলা- সৈয়দ আবুল বারাক আলভী, কণ্ঠসংগীত- মিহির কুমার নন্দী। 

পদকপ্রাপ্তদের সম্মাননা স্বরূপ দেয়া হচ্ছে এক লক্ষ টাকা, গোল্ড মেডেল, উত্তরীয় এবং ফুলের শুভেচ্ছা। এ ছাড়াও মহামান্য রাষ্ট্রপতিকে দেয়া হচ্ছে একাডেমির পক্ষ থেকে ক্রেস্ট।

আগামী ৫মে বৃহস্পতিবার ৩টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে পদক প্রদান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। 

এফ/২৩:০৮/০৩মে

জাতীয়

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে