Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 2.5/5 (35 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৫-০৩-২০১৬

'কোনো ক্রিকেটারই আমার কাছে হট নয়'

'কোনো ক্রিকেটারই আমার কাছে হট নয়'

নয়াদিল্লি, ০৩ মে- ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আজহারউদ্দিনের জীবনীভিত্তিক মুভি 'আজহার'এ সহঅভিনেতা ইমরান হাশমরি সঙ্গে দীর্ঘ চুম্বন দৃশ্যে অভিনয় করে ইতোমধ্যে চরম আলোচনায় অভিনেত্রী নার্গিস ফাখরি। কিন্তু লক্ষণীয় হলো, একজন ক্রিকেটারের বায়োপিকে অভিনয় করা সত্ত্বেও কোনো ক্রিকেটার-ই তার কাছে 'হট' নয় বলে জানান এই অভিনেত্রী।

স্থানীয় সেলিব্রেটি গণমাধ্যম ডিএনএ'র সঙ্গে এক সাক্ষাৎকারে একথা বলেন নার্গিস। কোনো ক্রিকেটারকে নিজের কাছে 'হট' মনে হয়েছে কিনা এরকম এক প্রশ্ন করা হয়েছিল নার্গিস ফাখরিকে। এর উত্তরে কোনো ক্রিকেটারই তার বিবেচনায় 'হট তকমা' পাওয়ার যোগ্য নয় বলে জানান তিনি। তবে তিনি এও জানান যে, 'আজহার' মুভির প্রচারকাজে এতই ব্যস্ত যে তিনি নাকি কোনো ক্রিকেটারের দিকে তাকানোর সময়-ই পাননি! উল্লেখ্য, টনি ডি'সুজা পরিচালিত 'আজহার' আগামী ১৩ মে মুক্তি পাওয়ার কথা রয়েছে। খবর টাইমস নিউজ নেটওয়ার্কের

এফ/০৭:৫০/০৩মে

বলিউড

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে