Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 3.8/5 (46 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৫-০২-২০১৬

চোর ধরল ১১ বছরের শিশু!

চোর ধরল ১১ বছরের শিশু!

ওয়াশিংটন, ০২ মে- নব্বই দশকের তুমুল জনপ্রিয় ‘হোম অ্যালোন’ চলচ্চিত্রের ছোট্ট শিশু কেভিন ম্যাকক্যালিস্টার কথা মনে আছে? যে তার তীব্র বুদ্ধিমত্তা আর ধুন্ধুমার সব কাণ্ড ঘটিয়ে বাঘা বাঘা অপরাধীদের নাস্তানাবুদ করে নিজের বাড়ির নিরাপত্তা রক্ষা করেছিল। এবার বাস্তবে সেই চরিত্রের সন্ধান পাওয়া গেছে। তার নাম ক্রিস গাইথার। ১১ বছরের ওই বালক সম্ভাব্য চুরির হাত থেকে তার বাড়িকে রক্ষা করেছে। শুধু তাই নয়, তার গুলিতে আহত চোর এখন হাসপাতালের বিছানায় শুয়ে কাতরাচ্ছে।

বুধবার সকাল। সেদিন বাড়িতে একাই ছিল ক্রিস। নিজের ঘরে বসে খেলছিল। হঠাৎ কিসের যেন শব্দ। বুদ্ধিমান ক্রিস বুঝতে পারে বাড়িতে কোনো আগন্তুক ঢুকেছে। ভয় পাওয়ার বদলে সে হাতবন্দুকটি নিয়ে বাইরে বেরিয়ে আসে। দেখে, একজন অপরিচিত লোক কাপড়ের গাট্টি নিয়ে সিড়ি বেয়ে নিচে নামছে। ক্রিস তাকে থামাতে বললে চোর উল্টো তাকে খুন করার হুমকি দেয়। ভয় পাওয়ার বদলে সে তার বন্দুকটি উঁচিয়ে ধরে। চোর ভেবেছিল, এটি একটা খেলনা বন্দুক। তাই সে বেরিয়ে যেতে থাকে। কিন্তু ক্রিসের বন্দুকটি আসলই ছিল। আর সে এর ব্যবহারও ভালই জানত। সে প্রথমে ফাঁকা গুলি করে। তখন চোর দৌড়ে বাড়ির সীমানার শেষ প্রান্তে চলে গেছে। সে বেড়া ডিঙানোর জন্য লাফ দিতেই তার পা লক্ষ্য করে গুলি চালায় ক্রিস। এতেই কুপোকাত চোর বাবাজি! এখন স্থানীয় এক হাসপাতালের বিছানায় শুয়ে সে কাতড়াচ্ছে। তবে তার আঘাত তেমন গুরুতর নয়।

এ ঘটনায় ইতিমধ্যে মামলা হয়েছে এবং পুলিশ ঘটনাটির তদন্ত করছে। তবে ৩০ বছর বয়সী ওই চোরের পরিচয় উদ্ধার করা সম্ভব হয়নি। ক্রিস ওই লোককে ‘মোটা মাথা’ হিসেবে উল্লেখ করে বলেছে,‘আশা করছি, এবার তোমার শিক্ষা হয়েছে। এরপর আর আমাদের বাড়িতে চুরি করার চেষ্টা করবে না।’ সে মনে করে, ‘সাহস থাকলে যে কোনো বিপদ থেকে সহজেই রক্ষা পাওয়া যায়।’ কেননা, সাহসীদের যে ঈশ্বরও সাহায্য করেন।’

প্রসঙ্গত, সাহসী ক্রিসের বাড়ি যুক্তরাষ্ট্রের আলবামা অঙ্গরাজ্যের তাল্লাদেগা এলাকায়।

উত্তর আমেরিকা

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে