Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 1.3/5 (4 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৫-০২-২০১৬

জেনে নিন, এই মাসে মুক্তি পাবে আলোচিত যেসব বলিউড সিনেমা

জেনে নিন, এই মাসে মুক্তি পাবে আলোচিত যেসব বলিউড সিনেমা

প্রতিটি শুক্রবারই কোনও না কোনও সিনেমা মুক্তি পায় বলিউডে। প্রতি শুক্রবারই আসছে আলোচিত কিছু সিনেমা। এক ঝলকে দেখে নেওয়া যাক এ মাসে বলিউডে মুক্তি পেতে যাওয়া আলোচিত বলিউড সিনেমা সম্পর্কে।

প্রথম সপ্তাহ (৬ মে) হজম
–    জ্যাসমিন ডি সুজা পরিচালিত ‘ওয়ান নাইট স্ট্যান্ড’ ছবিতে অভিনয় করেছেন সানি লিয়ন, তনুজ বীরওয়ানি, নীরা। ওয়ান নাইট স্ট্যান্ডের কারণে কীভাবে দু’জন মানুষের জীবন নষ্ট হয়ে যায়, তাই দেখাবে ছবিটি। ৫৫ দিনে ছবির শুটিং শেষ হয়। ছবির দৈর্ঘ্য ৯৯ মিনিট।

–    রাজেশ পিল্লাই পরিচালিত ‘ট্র্যাফিক’ ছবিতে অভিনয় করেছেন মনোজ বাজপেয়ি, জিমি শেরগিল, প্রসেনজিৎ, পরমব্রত সহ অনেকে। এক দুর্ঘটনাগ্রস্থ ব্যক্তির হার্ট ট্রান্সপ্ল্যান্ট করতে হবে। মুম্বাইয়ের ব্যস্ত সড়কপথে আড়াই ঘণ্টায় ১৬০ কিলোমিটার রাস্তা অতিক্রম করে এক ট্রাফিক পুলিশ সে কাজে সাহায্য করে। ছবিটি একটি সত্যি ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে ছবিটি।

–    হরর ছবি ‘১৯২০ লন্ডন’ পরিচালনা করেছেন টিনু সুরেশ দেশাই। অভিনয় করেছেন শারমান জোশি, মীরা চোপড়া, বিশাল কারওয়াল। রাজস্থান থেকে আসা এক উপহার বদলে দেয় স্বামী-স্ত্রীর জীবন। ঘটনার সুরাহা করতে তারা রাজস্থান এসে পৌছায়। এমন এক কাহিনীর ছবি ‘১৯২০ লন্ডন’।

–    তনুজ ভারমার পরিচালনায় ‘ডিয়ার ড্যাড’ ছবির মাধ্যমে এক যুগ পর ইন্ডাস্ট্রিতে ফিরলেন তামিল অভিনেতা অরবিন্দ স্বামী। বাবা-ছেলের সম্পর্ক নিয়ে ছবিটি নির্মিত হয়েছে।

দ্বিতীয় সপ্তাহ (১৩ মে) 
–    টোনি ডি সুজার পরিচালনায় বায়োপিক ‘আজহার’ ছবিটি প্রযোজনা করেছেন একতা কাপুর। নাম ভূমিকায় অভিনয় করেছেন ইমরান হাশমি। সঙ্গে রয়েছেন প্রাচী দেশাই, নার্গিস ফাখরি। ভারতীয় ক্রিকেটার মোহম্মদ আজহারউদ্দিনের জীবনকাহিনি নিয়ে তৈরি হয়েছে ছবিটি।

তৃতীয় সপ্তাহ (২০ মে)
–    উমাঙ্গ কুমার পরিচালিত ‘সরবজিৎ’ বায়োপিকে অভিনয় করেছেন রণদীপ হুডা, ঐশ্বরিয়া রাই বচ্চন, রিচা চাড্ডা। সরবজিৎ সিংয়ের জীবনকাহিনি নিয়ে নির্মিত হয়েছে ছবিটি।

চতুর্থ সপ্তাহ (২৭ মে)
–    পূজা ভাটের ‘ক্যাবারে’ ছবির বিষয় এক ক্যাবারে ডান্সারের জীবন। প্রথমে শোনা যাচ্ছিল, হেলেনের জীবনের উপর ভিত্তি করে ছবিটি তৈরি হয়েছে। কিন্তু সে কথা সত্যি নয় বলে জানান পূজা ভাট। অভিনয় করেছেন রিচা চাড্ডা, গুলশান দেবাইয়া, শ্রীশান্ত।

–    ‘বীরাপ্পান’ ছবির পরিচালক রাম গোপাল ভার্মা। সন্দীপ ভারদ্বাজ, সচিন যোশি, লিসা রে অভিনয় করেছেন ছবিতে।  চন্দনদস্যু বীরাপ্পানকে কীভাবে ধরা হয়েছিল, তাই নিয়েই ছবিটি বানিয়েছেন রাম গোপাল ভার্মা।

–    অ্যাগ্রোফোবিয়ায় আক্রান্ত এক নারীর গল্প ‘ফোবিয়া’তে অভিনয় করেছেন রাধিকা আপ্তে। ছবির পরিচালক পবন কৃপালিনী।

–    অনু মেনন পরিচালিত ‘ওয়েটিং’ ছবিতে রয়েছেন নাসিরুদ্দিন শাহ, কাল্কি কোয়েচলিন, রজত কাপুর। হাসপাতালের ওয়েটিং রুমে দেখা হওয়া দু’জন মানুষের গল্প ‘ওয়েটিং’।

এফ/০৮:০৩/০২ মে

বলিউড

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে