Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৯ , ৫ ভাদ্র ১৪২৬

গড় রেটিং: 3.1/5 (16 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৬-১৫-২০১২

আইপ্যাড’র মাধ্যমে খুতবা

আইপ্যাড’র মাধ্যমে খুতবা
ভারতের একটি মসজিদে আইপ্যাড’র মাধ্যমে খুতবা দেয়া হচ্ছে।
হায়দারাবাদের বানজারা হিলস এলাকার একটি মসজিদে ব্যবহার করা হচ্ছে আধুনিক প্রযুক্তি। শুক্রবার জুমার নামাজে আইপ্যাড ব্যবহার করে ইংরেজি ভাষায় খুতবা দেয়া হচ্ছে। এ মসজিদে আইপ্যাড ও স্মার্টফোন ব্যবহার করে ইসলামি বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহারের সুযোগ ও কোরআন পড়ার সুবিধাও রয়েছে।

মসজিদের মুসল্লিদের বরাতে টিওআই জানিয়েছে, ছোট এ মসজিদে স্মার্টফোন, আইপ্যাডের পাশাপাশি মুসল্লিদের সুবিধার্থে নামাজ আদায় করার জন্য এয়ারকন্ডিশনারের ব্যবস্থা করা হয়েছে। মসজিদটিতে ধর্মীয় অনুশাসনের পাশাপাশি বিভিন্ন পেশাদার কাজের বিষয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়া হয়। ইংরেজিতে খুতবা দেয়ার কারণে বিভিন্ন বিদেশি শিক্ষার্থীও রোজার মাসে এই মসজিদে আসেন।

মুসল্লিরা জানান, শুক্রবার অন্যান্য মসজিদে চোস্ত উর্দুতে খুতবা দেয়া হয়। কিন্তু অধিকাংশ তরুণ ইংরেজিতে খুতবা শুনতে এই মসজিদে আসেন।

মসজিদটিতে প্রতি শুক্রবার ৪০০ জনেরও বেশি মানুষ জুমার নামাজ আদায় করেন। এর মধ্যে গড়ে প্রায় ১০০ জন নারী-মুসল্লিও উপস্থিত থাকেন। মসজিদ কর্তৃপক্ষের ভাষ্য, ধর্মীয় নির্দেশনার প্রথম ধাপটিই হচ্ছে যোগাযোগ। আর এই কাজটিই শুরু করা হয়েছে মসজিদটিতে, মুসলমানদের ধর্মীয় দায়িত্ব পালন ছাড়াও নিজেদের বুঝতে যা সাহায্য করতে পারে।
মসজিদটির ইমাম ও খতিব মির্জা ইয়াওয়ার বেগ জানান, ‘যোগাযোগ বাড়ানোর পূর্বশর্তই হচ্ছে জ্ঞানের দাওয়াত পৌঁছে দেয়া। এ কারণে ভাষা ও প্রযুক্তির সমন্বয় করা হয়েছে।’

বিজ্ঞান ও প্রযুক্তি

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে