Deshe Bideshe

DESHEBIDESHE

Login
ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 1.0/5 (1 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৫-০১-২০১৬

নৌযান শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের দাবি মালিকদের

আক্তারুজ্জামান রঞ্জন


নৌযান শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের দাবি মালিকদের

ঢাকা, ০১ মে- নৌযান শ্রমিকদের মজুরি বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে পূর্বাঞ্চলীয় কার্গো জাহাজ মালিক সমিতি। শ্রম মন্ত্রণালয়ের মাধ্যমে শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণ ও স্থানীয়ভাবে তৈরি স্টিলের বালুবাহী নৌকায় অন্যান্য পণ্য পরিবহনের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে তারা।

আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় আশুগঞ্জ পূর্ব বাজারে কার্গোজাহাজ মালিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন পূর্বাঞ্চলীয় কার্গোজাহাজ মালিক সমিতির সভাপতি হাজি মো. নাজমুল হোসাইন হামদু। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি হাজি মো. নোমান, সাধারণ সম্পাদক হাজি মো. আবুল হোসেন, কোষাধ্যক্ষ হাজি মো. হাবিবুর রহমানসহ ২০ জন কার্গোজাহাজ মালিক।

লিখিত বক্তব্যে জানানো হয়, নৌযান মালিকরা দেশের চার ভাগের এক ভাগ খরচে পণ্য পরিবহন করে থাকেন। এ খাতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত দেশের দুই কোটি মানুষ। বর্তমানে নৌপথের নাব্য কমে যাওয়ায় নির্ধারিত লোডিংয়ের চেয়ে কম পণ্য বহন করতে হচ্ছে। তা ছাড়া আয়কর, বালুবাহী স্টিলের নৌকায় বালু ছাড়া অন্যান্য পণ্য পরিবহন, নৌযানে ব্যবহৃত রংসহ বিভিন্ন দ্রবের মূল্যবৃদ্ধি, নৌপথে চাঁদাবাজি ও সন্ত্রাসের কারণে মালিকরা ক্ষতিগ্রস্ত। এ অবস্থায় নৌমন্ত্রী মালিকদের স্বার্থ বিবেচনা না করে নৌযান শ্রমিকদের যে মজুরি কাঠামো ঘোষণা করেছেন তা কোনোভাবেই বাস্তবায়ন সম্ভব নয়। এ অবস্থায় শ্রম মন্ত্রণালয়ের শ্রম আইন অনুসারে নৌযান শ্রমিকদের মজুরি কাঠামো পুনর্নির্ধারণের দাবি জানানো হচ্ছে। অন্যথায় তাঁদের ধর্মঘট অব্যাহত থাকবে। এতে দেশে বর্তমানে যে দ্রব্যমূল্য স্থিতিশীল আছে তা নষ্ট হবে এবং দ্রব্যমূল্য বাড়বে বলেও জানান তাঁরা।

গত ২৬ এপ্রিল নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে মালিক ও শ্রমিকপক্ষের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বহু দর কষাকষির পর উভয় পক্ষ সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়। একপর্যায়ে মালিক সমিতির লোকজন বৈঠক থেকে উঠে যায়। এরপর নৌমন্ত্রী সর্বনিম্ন মজুরির ঘোষণা দেন এবং অন্য স্টাফদের বেতন কাঠামো ঘোষণার জন্য একটি কমিটি গঠন করে দেন।

জাতীয়

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে