Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 1.2/5 (6 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৪-২৯-২০১৬

চাপ বাড়ছে তৃণমূলের! ফরেন্সিকে যাচ্ছে নারদের ফুটেজ

চাপ বাড়ছে তৃণমূলের! ফরেন্সিকে যাচ্ছে নারদের ফুটেজ

নয়াদিল্লি, ২৯ এপ্রিল- নারদ-কাণ্ডে আরও অস্বস্তি বাড়ার শঙ্কা তৃণমূলের! স্টিং অপারেশনের ফুটেজ ফরেন্সিক পরীক্ষার জন্য হায়দরাবাদের সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আজ শুক্রবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে নারদ কাণ্ডের সিবিআই তদন্তের দাবিতে দায়ের জনস্বার্থ মামলার শুনানিতে এমনটাই নির্দেশ আদালতের। 

শুনানিতে প্রধান বিচারপতি বলেন, নারদ কাণ্ডের ফুটেজ সম্বলিত ‌যে পেন ড্রাইভ ও মোবাইল ফোন দিল্লিতে ম্যাথু স্যামুয়েলসের কাছ থেকে নিয়ে এসেছে আদালত গঠিত তিন সদস্যের বিশেষ কমিটি তা ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠাতে হবে সিএফএসএল-এ। একই সঙ্গে ম্যাথু স্যামুয়েলসকে তাঁর ল্যাপটপ পরীক্ষাগারে জমা দিতে নির্দেশ দিয়েছে আদালত। ফুটেজ আসল না নকল তা চার সপ্তাহের মধ্যে সিএফএসএলকে রিপোর্ট দিয়ে জানাতে নির্দেশ দিয়েছে আদালত। রিপোর্ট জমা দিতে হবে মুখবন্ধ খামে। ফলে নারদ-কাণ্ডে তৃণমূলের আরও চাপ বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

যদিও হাইকোর্টে অস্বস্তি বাড়লেও সুপ্রিম কোর্টে স্বস্তি তৃণমূলের। নারদকাণ্ডে জনস্বার্থ মামলা গ্রহণ করল না সুপ্রিম কোর্ট। আজ শুনানির শুরুতে এই মামলা শুনতে রাজি হননি শীর্ষ আদালতের বিচারপতিরা। পরিবর্তে তাঁরা জানিয়েছেন, হাইকোর্টেই এই মামলার শুনানি চলুক।

নারদকাণ্ডে অভিযুক্ত সাংসদ ও বিধায়কদের অপসারণ চেয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন জনৈক বিপ্লব চৌধুরী। শীর্ষ আদালতের কাছে তাঁর আবেদন ছিল, তদন্তের পর নারদকাণ্ডে অভিযুক্তদের সরকারি পদ খারিজ করার নির্দেশ দিক সুপ্রিম কোর্ট। কিন্তু বর্তমানে মামলাটি হাইকোর্টে শুনানি চলার ফলে তা খারিজ করে দেয় সর্বোচ্চ আদালত।

এফ/২৩:৩০/২৯এপ্রিল

পশ্চিমবঙ্গ

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে