Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০ , ৯ আশ্বিন ১৪২৭

গড় রেটিং: 2.6/5 (60 টি ভোট গৃহিত হয়েছে)


আপডেট : ০৪-২৯-২০১৬

মাহির ঘরে ঢুকলেন পরী মনি

সাইমুম সাদ


মাহির ঘরে ঢুকলেন পরী মনি

ঢাকা, ২৯ এপ্রিল- কে হচ্ছেন জাজ মাল্টিমিডিয়ার পরবর্তী নায়িকা? সপ্তাহজুড়েই চলছিল সেই আলোচনা। ডানা মেলেছিল গুঞ্জনের। কখনো তামান্না, কখনোবা পরীমনিতে খেই হারিয়ে ছিল মিডিয়াগুলো। তবে স্পষ্ট করে জাজ মাল্টিমিডিয়া থেকে কোন তথ্য না পাওয়ায় নিশ্চিত হওয়া যায়নি। তবে মিডিয়ায় ছড়ানো গুঞ্জনটাই সত্যি হলো অবশেষে। ঘোষণা করা হলো জাজের এবারের দাবার গুটি-পরীমনি।  

জাজের হাত ধরেই চলচ্চিত্রে এসেছিলেন মাহি। এখন তিনি শীর্ষ নায়িকা। যদিও জাজের সঙ্গে মাহি আর নেই এখন। অন্যদিকে একাই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন পরী মনি। এখন পর্যন্ত  সর্বাধিক সিনেমার নায়িকা তিনি। ঘরহীন এ নায়িকাকে এবার ঘরে টানলো জাজ। নুসরাত ফারিয়া কিংবা জলিতো আছেই। তবু, নায়িকা নির্বাচনে প্রচলিত ট্র্যাক থেকে বেরিয়ে এসেছে জাজ- এ কথা বলাই যায়।

একেবারে নতুন মুখ রিক্ত পরীমনির সঙ্গে জুটি বাধছেন ‘রক্ত’ সিনেমায়। এমন ঘোষনাই দেয়া হলো গতকাল রাতে। রাজধানীর লা মেরিডিয়ানে আয়োজিত সংবাদ সম্মেলনে পরীমনি জানাচ্ছেন, ‘মালেক আফসারীর ছবিতে কাজ করছি। এটাই আমার অনেক বড় পাওয়া। সবারই আমাকে নিয়ে টেনশনে আছে। বিশেষ করে আজিজ স্যার। আমি নাকি খুব লাজুক। ছবিটা তো অ্যাকশনধর্মী। আমি কিভাবে ফাইট করবো? কাজটা আমার জন্য অনেক চ্যালেঞ্জিং। আশা করি ছবিটা ভালো হবে। হাজার বছর বেঁচে থাকবে।’

নায়িকার বক্তব্যের পরই মঞ্চে এলেন নির্মাতা মালেক আফসারী। জানালেন ছবিটি নিয়ে, ‘রক্ত মানে রক্ত না। সম্পর্কের ছবি। আমি যুদ্ধে নেমেছি। সঙ্গে আছে জাজ। কাজটা ভালো লাগবে আশা করি।’ 

জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ জানালেন, ‘পরীমনির সঙ্গে নতুন মুখ হিসেবে থাকছে রিক্ত। ছেলেটাকে দীর্ঘদিন ধরে পরিশ্রম করছে। আমার মনে হয় ও ভালো করবে।’

এছাড়া সামনে আরেকটি ছবি আনবে জাজ মাল্টিমিডিয়া বলেও জানালেন তিনি। ছবিতে ছয়কোটি পঁচিশ লাখ টাকা বাজেট ধরা হয়েছে। ছবির ফাইট ডিরেক্টর আসছেন বলিউড থেকে। শুটিং শুরু হবে সামনের মাসে। বাংলাদেশ ভারতের পাশাপাশি থাইল্যান্ডে চলবে শুটিং।

জাজের ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার আগেও একসঙ্গে কাজ করেছেন পরীমনি-মালেক আফসারী। আফসারীর ‘অন্তর জ্বালা’ চলচ্চিত্রে অভিনয় করছেন পরীমনি। এতে হিন্দু ঘরের মেয়ের চরিত্রে অভিনয় করছেন পরীমনি। পিরোজপুরে ছবিটির শুটিং হয়েছে। নাসির উদ্দিন প্রযোজিত জেড কে মুভিজ পরিবেশিত ‘অন্তর জ্বালা’ ছবির শুটিং পিরোজপুর ছাড়াও মংলা বন্দর ও সুন্দরবনের কিছু স্থানে হবে। ইতিমধ্যে ছবির অর্ধেক কাজ শেষ হয়েছে।

ঢালিউড

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে