Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 2.0/5 (12 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৪-২৯-২০১৬

“বাড়ি বাড়ি বাসন মেজে হেলিকপ্টার চড়া যায় না”

“বাড়ি বাড়ি বাসন মেজে হেলিকপ্টার চড়া যায় না”

কলকাতা, ২৯ এপ্রিল- ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগলেন সিপিএম সাংসদ মহ: সেলিম৷ বুধবার বেহালায় প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “মা গো ‌যদি আমার কোনও ভুল হয় আমাকে দু’টো চড় মারো, আমি কিছু ভাবব না। ‌যদি কোনও মা-বোন বলে আমার বাড়িতে এসে দু’টো বাসন মেজে দিয়ে ‌যাও আমি ভাবব না। কিন্তু চোর বলবেন না। গায়ে লাগে।” তৃণমূল নেত্রীর ওই মন্তব্যের পর ট্যুইট করে সেলিম বলেন, যাঁরা বাড়ি বাড়ি বাসন মাজেন, তাঁরা খেটে খান তাঁরা লুঠের টাকায় হেলিকপ্টার চড়েন না৷

শুধু তাই নয়, সারদা কাণ্ডে সিবিআই-এর ধরপাকড়ের সময়, মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলের কথা তুলেও কটাক্ষ করেন তিনি৷সেলিমের প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মিছিলে দলের সবাই যখন গলায় প্ল্যাকার্ড লাগিয়ে কলকাতার রাজপথে ঘুরে বেড়ালেন “আমরা সবাই চোর” তখন গায়ে লাগে নি?

"বাড়িতে বাসন মেজে দিতে বলুন,মেজে দেব।কিন্তু চোর বললে গায়ে লাগে"
যারা বাড়ী বাড়ী বাসন মাজে তারা খেটে খায়,লুঠের টাকায় হেলিকপ্টার চড়ে না।

— Md Salim (@salimdotcomrade) April 28, 2016

"চোর বললে গায়ে লাগে।" @MamataOfficial নিজেই যখন গলায় প্ল্যাকার্ড লাগিয়ে কলকাতার রাজপথে ঘুরে বেড়ালেন "আমরা সবাই চোর" তখন গায়ে লাগে নি?

— Md Salim (@salimdotcomrade) April 28, 2016

এফ/০৯:২২/২৯এপ্রিল

পশ্চিমবঙ্গ

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে