Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৪-২৯-২০১৬

সিরিয়ায় হাসপাতালে বিমান হামলায় রুগিসহ নিহত ১৭

সিরিয়ায় হাসপাতালে বিমান হামলায় রুগিসহ নিহত ১৭

দামেস্ক, ২৯ এপ্রিল- সিরিয়ার আলেপ্পো শহরের আল-কুদস হাসপাতালে বিমান হামলায় ১৪ জন রোগী, তিনজন চিকিৎসকসহ অন্তত ১৭ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, আল-কুদস হাসপাতালটি এমএসএফের সহায়তাপুষ্ট। স্থানীয় সূত্র জানিয়েছে, সিরিয়ার সরকার বা রাশিয়ার যুদ্ধবিমান এই হামলার ঘটনা ঘটিয়েছে।

এমএসএফ এক টুইট বার্তায় জানিয়েছে, আলেপ্পোতে এমএসএফের সহায়তাপুষ্ট হাসপাতালটি ধ্বংস হয়ে গেছে। এতে ১৪ জন রোগীসহ কর্মকর্তারা নিহত হয়েছেন। মৃত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে। গতকাল বুধবার সরাসরি একটি বিমান জনপ্রিয় এই হাসপাতালটিতে হামলা চালায়।

ঘটনাস্থলে থাকা জুহাইর নামের ওই হাসপাতালের একজন কর্মকর্তা বলেন, হাসপাতালে চারপাশের ভবনগুলোতেও আঘাত লেগেছে। তিনি বলেন, দুটি রকেট থেকে এই হামলা চালানো হয়েছে। এগুলো রাশিয়ার খুব ভারী রকেট ছিল।

জুহাইর বলেন, ‘হাসপাতালটির পার্শ্ববর্তী একটি ছয়তলা ভবন এই হামলায় ধসে পড়েছে। আমরা জানি না, ওই ধ্বংসস্তূপের নিচে কতগুলো মানুষ চাপা পড়ে মারা গেছে।’ ঘটনাস্থলে উদ্ধারকাজে অংশ নেওয়া বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা বলছে, হাসপাতাল ও এর আশপাশের ভবনগুলোতে ধারাবাহিকভাবে চারটি বিমান হামলা চালানো হয়েছে।

দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আবদুর রহমান বলেন, হাসপাতালে বিমান হামলার ঘটনায় মোহাম্মদ ওয়াসিম মোয়াজ (৩৬) নামের একজন শিশুরোগ বিশেষজ্ঞ নিহত হয়েছেন। (বিবিসি)

এফ/০৯:১০/২৯এপ্রিল

মধ্যপ্রাচ্য

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে