Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 3.6/5 (7 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৪-২৯-২০১৬

সপ্তম নেভিগেশন স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ ইসরোর

সপ্তম নেভিগেশন স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ ইসরোর

চেন্নাই, ২৯ এপ্রিল- বৃহস্পতিবার দুপুরে সপ্তম তথা শেষ নেভিগেশন স্যাটেলাইটের সফল উৎক্ষেপন করল ইসরো৷ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে ইন্ডিয়ান পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল থেকে ১,৪২৫ কেজি ওজনের IRNSS-1G স্যাটেলাইটটি  মহাকাশে পাঠানো হয়৷ IRNSS বা ইন্ডিয়ান রিজিওনাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেমের এই শেষ স্যাটেলাইটটি রিয়েল টাইম পজিশনিং এবং দেশের সময় ব্যবস্থাকে উন্নত করবে৷

এই নিয়ে মোট ৭টি নেভিগেশন স্যাটেলাইটকে কক্ষপথে স্থাপন করল ইসরো৷ চলতি বছরে এখনও পর্যন্ত ৪টি স্যাটেলাইট কক্ষপথে স্থাপন করা হয়েছে৷ ২০১৩ সালের ১ জুলাই এই সিরিজের প্রথম নেভিগেশন স্যাটেলাইট IRNSS-1A-র উৎক্ষেপণ করেছিল ইসরো৷ এরপর থেকে গত তিন বছরে এই নিয়ে সাতটি স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়৷ষষ্ঠ নেভিগেশন স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয় চলতি বছরের ১০ মার্চ৷ সপ্তম নেভিগেশন স্যাটেলাইটের সফল উত্‍‌ক্ষেপণের পর ইসরোর বিজ্ঞানী ও দেশবাসীদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷

আর/১০:৩৪/২৮ এপ্রিল

দক্ষিণ এশিয়া

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে