Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 1.0/5 (6 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৪-২৮-২০১৬

অমিতাভ-বিদ্যা-নওয়াজের ফার্স্টলুক

অমিতাভ-বিদ্যা-নওয়াজের ফার্স্টলুক

ঋভু দাশগুপ্তর ‘টি ই থ্রি এন’ চলচ্চিত্রে তিন তারকার মুখ দর্শন ঘটলো। সম্প্রতি আলোচিত ছবিটির কিছু ছবি প্রকাশ পেয়েছে। ফার্স্ট লুক হিসেবে ধরে নিলে ছবিটিতে দেখা গেছে অমিতাভ বচ্চন, বিদ্যা বালান ও নওয়াজ সিদ্দিকীকে।

একটু তাড়াতাড়িই মুক্তি পাচ্ছে ‘টি ই থ্রি এন’। চলতি বছরের ১০ জুন মুক্তি পেতে যাচ্ছে চলচ্চিত্রটি। যদিও বিগবি পুত্রবধু ঐশ্বরিয়া রাই বচ্চনেরও একটি ছবি মুক্তি পাচ্ছে এ সময়ে, শশুরের সাথে কিছুটা সংঘাততো এবার ঘটবেই। তবে, এ খবর আলোচ্য নয়। 

‘টি ই থ্রি এন’ এ বিদ্যা বালানকে দেখা যাওয়ার কথা ছিল পুলিশের চরিত্রে। কিন্তু ফার্স্ট লুকের এ ছবিতে দেখা যাচ্ছে কামিজ আর জিন্সে। পাশে বসা অমিতাভ। আর নওয়াজ চড়েছেন মোটর সাইকেলে। আর অমিতাভ স্কুটিতে। যদিও অমিতাভ আর নওয়াজের শুটিং মুহুর্তের কিছু ছবি আগেই দেখে নিয়েছেন ভক্তরা।

এফ/২৩:১৭/২৮ এপ্রিল

বলিউড

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে