Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 1.3/5 (4 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৪-২৮-২০১৬

দীপিকার বাগদান, শুভেচ্ছা জানিয়েছেন হেমা!

দীপিকার বাগদান, শুভেচ্ছা জানিয়েছেন হেমা!

মুম্বাই, ২৮ এপ্রিল- ‘দীপিকা, তোমার বাগদানের জন্য শুভকামনা রইলো। তোমাদের উজ্জ্বল ভবিষ্যত, সুখ ও আনন্দের জন্য প্রার্থনা করবো।’ সম্প্রতি হেমা মালিনীর এই টুইট বিস্ময়ের জন্ম দিয়েছে।

দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের প্রেমের সম্পর্ক কারও অজানা নয়। দীপিকা নিজেও এ কথা স্বীকার করেছেন যে, রণবীর তার ‘বয়ফ্রেন্ড’। বলিউডের এই অভিনেত্রী এখন ‘ট্রিপল এক্স’ ছবির কাজ নিয়ে টরন্টোতে। অন্যদিকে ‘বেফিকরে’র শুটিং নিয়ে প্যারিসে রয়েছেন রণবীর। তাহলে কিভাবে হলো রণবীর-দীপিকার বাগদান! হেমা মালিনী শুভেচ্ছা জানালেন কীভাবে?


এই জটের সমাধান দিলেন হেমা মালিনী নিজেই। ৬৭ বছর বয়সী এই অভিনেত্রী টুইটারে যে দীপিকার কথা লিখেছেন তিনি হলেন তার এক ভক্ত। এ বিষয়ে তিনি লিখেছেন, ‘না না, এই দীপিকা হলো আমার ফলোয়ার। মিস পাড়ুকোন নয়।’

আর/১৭:২৪/২৮ এপ্রিল

বলিউড

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে