মুম্বাই, ২৮ এপ্রিল- বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা হৃতিক রোশন অ্যাকশন ছবির জন্য প্রশংসিত। ২০১৪ সালে অ্যাকশনধর্মী ‘ব্যাং ব্যাং’ ছবির মাধ্যমে ব্যাপক সাফল্য পেয়েছিলেন এই অভিনেতা। এবার তিনি আগ্রহ প্রকাশ করেছেন কমেডি ছবিতে। জানালেন, ‘হাউজফুল ৩’ ট্রেলার দেখার পর তিনি ভাবছে কমেডি সিনেমায় অভিনয় করা নিয়ে।
সাজিদ খানের কমেডি সিরিজ ‘হাউজফুল’ শিগগিরই তৃতীয় পর্ব নিয়ে ফিরছে পর্দায়। অক্ষয় কুমার, রীতেশ দেশমুখ এবং অভিষেক বচ্চন অভিনীত ছবিটির ট্রেলার দেখে তিনি জানিয়েছেন, আগামিতে তিনি কমেডি নির্ভর সিনেমায় অভিনয় করতে চান।
আগামী ৩ জুন মুক্তি পাবে ‘হাউজফুল ৩’ ছবিটি। ওদিকে হৃতিক এই মুহূর্তে ব্যস্ত আছেন ‘মহেঞ্জোদারো’ ছবির শুটিংয়ে। ছবিটি আগামী ১২ আগস্ট মুক্তি পাওয়ার কথা রয়েছে।