Deshe Bideshe

DESHEBIDESHE

Login
ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 1.2/5 (6 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৪-২৮-২০১৬

রাজনীতিতে এসে ক্ষতিই হল দেবশ্রীর!

রাজনীতিতে এসে ক্ষতিই হল দেবশ্রীর!

কলকাতা, ২৮ এপ্রিল- নিজের আখের গোছাতেই নেতারা নাকি ভোটে দাঁড়ান৷ আর একবার জিতে গেলেই ব্যাস! টাকার অঙ্কের  ডান পাশে ক্রমশ নাকি বাড়তে থাকে শূন্যের সংখ্যা ৷ আম-আদমির মতে, ভোটে দাঁড়ানো মানে শুধুই লাভই-লাভ৷ কথাটা যে অসত্য তা জোড় দিয়ে অবশ্য বলা যায়না৷ কারণ গতবারের বিধানসভা নির্বাচনের অনেকেই এবারে প্রার্থী হয়েছেন যাঁদের ২০১১ সালে সম্পত্তি লক্ষ্যের ঘরে ছিল না৷ কিন্তু এবারে তাঁরা কয়েক কোটি টাকার মালিক৷ তবে এই ঘটনা নতুন কিছু নয়৷ যদিও উল্টো উদাহরণও রয়েছে৷ আগে কখনও শুনেছেন যে ভোটে দাঁড়িয়ে ক্ষতির মুখে পড়েছেন কেউ? এমএলএ হওয়ার পাঁচবছর পর তাঁর সম্পত্তির মূল্য কমে গিয়েছে৷! সাম্প্রতিক রাজনীতির বাস্তব চিত্রের সঙ্গে কথাটা খাপ না খেলেও এটাই সত্যি৷ ভোটে দাঁড়িয়েও যাঁর কপাল ফেরেনি তিনি হলেন বাংলার একদা জনপ্রিয় নায়িকা দেবশ্রী রায়৷

২০১১ সালে রায়দিঘী কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন দেবশ্রী৷ দলের একাংশের প্রবল বিরোধীতা সত্ত্বেও এবারেও তিনি ওই কেন্দ্রেই ঘাসফুলের প্রার্থী৷ নির্বাচন কমিশনে মনোনয়ন পেশের সময় দেবশ্রী নিজের সম্পত্তির হিসাব যা দিয়েছেন তাতে দেখা যাচ্ছে ২০১১ সালে তাঁর সম্পত্তির মূল্য ছিল সাত৷ষট্টি লক্ষ একাশি হাজার ন’শো একাত্তর টাকা৷ ২০১৬ সালে তাঁর সম্পত্তির মূল্য কমে দাঁড়িয়েছে ঊনপঞ্চাশ লক্ষ ত্রিশ হাজার আটশত তিরানব্বই-য়ে৷ অর্থাৎ পাঁচবছরে আঠারো লক্ষ একান্ন হাজার একাত্তর টাকা তাঁর সম্পত্তির মূল্য কমেছে৷ দেবশ্রীর সম্পত্তির এই হিসেব প্রকাশ্যে আসার পরই অনেকের মনে প্রশ্ন জাগছে তাহলে কি রাজনীতিতে এসে ক্ষতি হল বাংলার এই প্রখ্যাত নায়িকার৷ এর উত্তর পেতে তাঁর ফোনে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি৷ যদিও নিন্দুকেরা বলছে – টলিউডের এই নায়িকার বাজার পড়তির দিকে এটা তারই প্রতিফলন আর সিলিব্রিটি হয়ে  ভেসে থাকতেই তো ওর রাজনীতিতে আসা৷

তবে শুধু দেবশ্রী রায় নন, পান্ডুয়া কেন্দ্রের সিপিএম প্রার্থী শেখ আমজাদ হোসেন ২০১১ সালে সম্পত্তির মূল্য ছিল ৩১ লক্ষ  টাকা কিন্তু ২০১৬ সালে তাঁর সম্পত্তির মূল্য কমে দাঁড়িয়েছে ৩০ লক্ষ চুয়াল্লিশ হাজার আটশ আটানব্বই টাকাতে৷

তবে  আম-আমদি ভোটপ্রার্থীদের যাই বলুক না কেন হাতের পাঁচটা আঙুল যে সমান নয় এরা নিশ্চয়ই সেই দাবিটা করবেন৷ তবে অনেকেই বলতে পারেন, কপালটাও একটা ব্যাপার! কিংবা বিধায়ক হলেও সবাই তো আর টাকা করতে পারে না৷

পশ্চিমবঙ্গ

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে