Deshe Bideshe

DESHEBIDESHE

Login
ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 5.0/5 (1 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৪-২৮-২০১৬

বাংলাদেশ যাবে না, অস্ট্রেলিয়া আসবে!

বাংলাদেশ যাবে না, অস্ট্রেলিয়া আসবে!

ঢাকা, ২৮ এপ্রিল- আগামী বছর অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। কিন্তু তার আগেই ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা সাদারল্যান্ড সেই সময়ই বাংলাদেশ সফরে আসার কথা জানিয়েছেন। ২ টেস্ট খেলার জন্য অস্ট্রেলিয়া দল বাংলাদেশ সফরে আসবে এমনটাই চূড়ান্ত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। গতবছর অক্টোবরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল দলটির। কিন্তু নিরাপত্তার অজুহাতে শেষ পর্যন্ত তারা বাংলাদেশ সফর স্থগিত করে।

সেই পাওনা সিরিজটাই পূরণ করতে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। তবে প্রশ্ন থেকে যাচ্ছে, বাংলাদেশ দলের অস্ট্রেলিয়া সফর কবে? নাকি এটিও পিছিয়ে যাবে আরও দুই তিন বছর নাকি হবেই না ? কারণ ক্রিকেট অস্ট্রেলিয়া নিজ দেশে বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলাকে অলাভজনকই মনে করে। এই বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস অবশ্য জানালেন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফরটির সূচি নতুনভাবেই হবে। তিনি বলেন, ‘ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে আমাদের আলোচনা প্রায় চূড়ান্ত । তারা আগামী বছরই বাংলাদেশ সফরে আসবে। এবার সব কিছু ঠিকভাবে হবে বলেই আশা করছি।’

অস্ট্রেলিয়া বাংলাদেশ দলকে সফরে নেয়ার পরিবর্তে নিজেরাই সফরে আসছে। তাহলে সিরিজটি কিভাবে নির্ধারণ হবে? এ প্রশ্নে জালাল ইউনুস বলেন, ‘অস্ট্রেলিয়া আসছে তাদের পাওনা সিরিজটি দিতে। কিন্তু ওই বাংলাদেশ দলের যে অস্ট্রেলিয়া গিয়ে সিরিজ খেলার কথা, সেটি বাতিল হচ্ছে না। ওদের সঙ্গে আমাদের বোর্ডের কথা হয়েছে, আমাদের অস্ট্রেলিয়া সফরটি নতুনভাবে তারা নির্ধারণ করে দেবে। তারা আবার যখন সময় করবে তখনই আমরা সিরিজ খেলতে যাবো।’

ধারণা করা হচ্ছিল বাংলাদেশ সফরে ওয়ানডে ম্যাচও খেলবে অস্ট্রেলিয়া। কিন্তু জালাল ইউনুস জানান, শুধু দুটি টেস্টই খেলবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। আবার যখন নতুন করে সিরিজ নির্ধারণ হবে তখন হয়তো সেখানে টেস্টের সঙ্গে ওয়ানডে ও টি-টোয়েন্টি থাকতে পারে’ তবে অস্ট্রেলিয়ার এবারের সিদ্ধান্তের নেপথ্যেও কারসাজির আভাস পাচ্ছেন বাংলাদেশের ক্রিকেট সংশ্লিষ্টরা। বাংলাদেশ সফরে তারা কেবল দুটি টেস্ট খেলবে। কিন্তু বাংলাদেশ দল যদি অস্ট্রেলিয়া সফরে যায় তাহলে তাদের নতুনভাবে একটি সিরিজ খেলতে হবে। যা ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে অলাভজনক। নাম প্রকাশ না করার শর্তে এক বিসিবি কর্তা বলেন, ‘২০০৬ সালে শেষ পূর্ণাঙ্গ সিরিজ খেলেছিল অস্ট্রেলিয়া। এরপর ২০১১ সালে এই সিরিজটি হওয়ার কথা ছিল। তখন তারা বাংলাদেশে এসে শুধু ওয়ানডে খেলে যায়। কিন্তু সিরিজের টেস্টগুলো বাকি রাখে।

২০১৫তে সেই টেস্ট সিরিজ খেলার কথা ছিল। কিন্তু সেটি তারা করেনি নিরাপত্তার অজুহাতে। এখন বাংলাদেশ দলকে সফরে না নিয়ে ৭ বছর আগের সিরিজটি শেষ করতে চাইছে। এবারও যদি অস্ট্রেলিয়া না আসে তাহলে কি হবে? আমারতো ভয় ওরা না নতুন নাটকই করে। আবারও কোনো আজুহাত দেখিয়ে আসাটা পিছিয়ে দেয়। তাহলেতো যাওয়টাও আরও পিছয়ে যাবে।’

এফ/০৯:৪৯/২৮ এপ্রিল

ক্রিকেট

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে