Deshe Bideshe

DESHEBIDESHE

Login
ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 1.4/5 (8 টি ভোট গৃহিত হয়েছে)

print

আপডেট : ০৪-২৮-২০১৬

বিশ্বব্যাপী ৬ কোটি লোক এল নিনোর শিকার : জাতিসংঘ

বিশ্বব্যাপী ৬ কোটি লোক এল নিনোর শিকার : জাতিসংঘ

জেনেভা, ২৮ এপ্রিল- এল নিনোর ( বায়ুমন্ডলীয় এবং গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলের সমুদ্রগুলোর মাঝে একটি পর্যাবৃত্ত পরিবর্তন) প্রভাবে জলবায়ুর মারাত্মক পরিস্থিতির শিকার বিশ্বব্যাপী প্রায় ছয় কোটি লোকের সহযোগিতা প্রয়োজন। কিন্তু তহবিল ঘাটতির কারণে জীবন রক্ষাকারী ত্রাণ সরবরাহ হুমকির মুখে পড়তে পারে। 

মঙ্গলবার জেনেভায় জাতিসংঘের মানবিক বিষয়ক সংস্থার প্রধান স্টিফেন ও’ব্রিন সাংবাদিকদের এ কথা জানিয়ে বলেন, ‘এ সংখ্যা সত্যিই উদ্বেগজনক।’

এল নিনোর প্রভাবে বিশ্বের কিছু অঞ্চলে প্রবল বর্ষণ এবং কিছু অঞ্চলে প্রচন্ড খরা হয়ে থাকে। প্রশান্ত নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা বেড়ে যাওয়ায় এমনটি ঘটছে।

রেকর্ড অনুযায়ী, ২০১৫-১৬ সালে এল নিনোর প্রভাব ছিল সবচেয়ে বেশী। এর কারণে আফ্রিকা, এশিয়া, মধ্য ও দক্ষিণ আমেরিকা এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১৩টি দেশ ব্যাপক ক্ষতির শিকার হয়। ফলে এসব দেশে পুষ্টিহীনতা বেড়ে যাওয়ায় বিভিন্ন রোগের বিস্তার ঘটে।

এল নিনোর শিকার বিভিন্ন দেশ ও সংগঠনগুলোর প্রতিনিধিদের সঙ্গে জেনেভায় বৈঠকের পর ও’ব্রিন বলেন, বিশ্বের প্রায় ছয় কোটি লোক সরাসরিভাবে এল নিনোর শিকার হওয়ার পরও ‘এক্ষেত্রে আরো লাখ লাখ লোক ঝুঁকির মুখে রয়েছে।’

এল নিনোর প্রভাবে অতি বর্ষণ ও খরায় আফ্রিকার অনেক অঞ্চলে ক্ষুধার্ত লোকের সংখ্যা ক্রমেই বাড়ছে।

কেয়ার ইন্টারন্যাশনালের মহাসচিব ওলফগং জামান বলেন, ইথিওপিয়াতে এ ধরণের সংকট দেখা দেয়ায় প্রায় এক কোটি লোকের সাহায্যের প্রয়োজন। দেশটিতে অর্ধ শতাব্দীর মধ্যে সবচেয়ে প্রচন্ড খরা চলছে।

জাতিসংঘ জানায়, খাদ্য ও কৃষির মতো জরুরী প্রয়োজন মেটাতে এক্ষেত্রে কমপক্ষে ৩শ’ ৬০ কোটি ডলার প্রয়োজন।

এস/০১:৪০/২৮ এপ্রিল

পরিবেশ

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে