Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৪-২৭-২০১৬

নিজের খেলাই দেখেন না মুস্তাফিজ

নিজের খেলাই দেখেন না মুস্তাফিজ

মুম্বাই, ২৭ এপ্রিল- এক বছরের ক্যারিয়ারের তারকা খ্যাতি সেটে গেছে মুস্তাফিজের গায়ে। যার দুর্দান্ত স্লোয়ার অফ কাটারে বিভ্রান্ত বিশ্বের নামিদামি ব্যাটসম্যান। এটাই তার মূল অস্ত্র। যা দিয়ে ক্রিকেট বিশ্ব কাঁপাচ্ছেন তিনি। যার প্রশংসায় পঞ্চমুখ গনমাধ্যম। নিজের করা ভয়াবহ ডেলিভারি করা বলগুলো কী কখনো অবসরে দেখেন মুস্তাফিজ? প্রশ্ন উঠতেই পারে। তবে মজার ব্যাপার হলো, মুস্তাফিজ নিজের ম্যাচ কখনো দেখেনই না। শুধু তাই নয়, টেলিভিশনেও খুব কম ক্রিকেট ম্যাচ দেখা হয় তার।

হায়দরাবাদের এক গনমাধ্যমে এমনটিই জানিয়েছেন বাংলাদেশের পেস সেনসেশন। অভিষেক আইপিএল বেশ ভালোই কাটছে মুস্তাফিজের। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ৬ ম্যাচে নিয়েছেন সাত উইকেট। এর মধ্যে একবার পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কার। যদিও শেষ ম্যাচে রাইজিং পুনের বিরুদ্ধে দুই ওভারে বিনা উইকেটে রান দিয়েছেন ২১। যা ঠিক মানাচ্ছে না তার সঙ্গে। তবে সামনে আছে আরও ম্যাচ। সে দিকেই তার দৃষ্টি।

টেলিভিশন ও নিজের ম্যাচ দেখা প্রসঙ্গে মুস্তাফিজ জানিয়েছেন, ‘টেলিভিশনে খুব বেশী ক্রিকেট ম্যাচ দেখা হয় না। আর নিজের ম্যাচতো কখনোই দেখা হয় না। তবে শৈশব থেকেই ক্রিকেটকে অনেক পছন্দ করি। কেন পছন্দ করি, তা জানি না।’

টি২০তে একজন বোলার সর্বোচ্চ চার ওভার বোলিং করতে পারেন। টি২০ ক্রিকেট বলেই থাকে বাড়তি আতঙ্ক। কারণ রানের জন্য ব্যাটসম্যানরা হয়ে থাকেন উন্মুখ। এমন অবস্থায় মুস্তাফিজ কিভাবে রান চেক দেন। কিভাবেই কাটারে বিভ্রান্ত করেন ব্যাটসম্যানদের। জবাবে মুস্তাফিজ বলেন, ‘আমি আমার নিজের মতোই বল করি। এছাড়া কোনকিছুই চিন্তা করি না। তবে আমি খুশি যে, বোলিং দিয়ে কিছু একটা করতে পারছি। সবচেয়ে ভালো লাগার বিষয়, দেশের জন্যও পারছি কিছু করতে, যা আমাকে তৃপ্তি দেয়।’

বিদেশ ট্যুরে মুস্তাফিজের ঘুড়াফেরা খুব একটা মনে টানে না। খাওয়া দাওয়াতেও নেই খুব বেশী মাতামাতি। তার মতে, ‘স্টেডিয়াম আর টিম হোটেলেই বেশীরভাগ সময় কাটে আমার’।

দুর্দান্ত পারফরম্যান্সের কারণে হায়দরাবাদ টিমে মুস্তাফিজ এখন মধ্যমনি। তাকে ভালোমতো বুঝতে বাংলা শেখার ধুম পড়ে গেছে সবার মধ্যে। মুস্তাফিজ নিজেও ইংলিশ খুব একটা ভালো বলতে পারেন না। হিন্দি কিছুটা বুঝেন। কিভাবে সতীর্থ বা কোচের সঙ্গে ভাব বিনিময় হয়। এর জবাবটা মুস্তাফিজ দেন বাংলাতে, ‘অল্পস্বল্প যা পারি, তাই দিয়েই চলতেছে। ভালো লাগছে’। তিনি আরও বলেন, ‘এটা ভাবতে ভালো লাগে যে এই দলে একমাত্র আমি বাঙালী। যেখানে বিভিন্ন দেশ ও কালচারের প্লেয়ার রয়েছে।’

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হয় ২০০৮ সাল থেকে। তবে মজার ব্যাপার তখনও ক্রিকেটে আসা হয়নি মুস্তাফিজের। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যখন আইপিএল শুরু হয়, তখন আমি ক্রিকেট খেলা শুরু করিনি। আমি শুরু করেছি ২০১০ সালে (স্মিত হেসে)। সূত্র: ডেকান ক্রোনিক্যাল

আর/১৭:২৪/২৭ এপ্রিল

ক্রিকেট

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে