Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 2.3/5 (12 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৪-২৬-২০১৬

উইথিংসকে ১৯১ মিলিয়ন মার্কিন ডলারে কিনছে নকিয়া

উইথিংসকে ১৯১ মিলিয়ন মার্কিন ডলারে কিনছে নকিয়া

০১৩ সালে মাইক্রোসফট নকিয়ার ফোন বিভাগটি কিনে নেওয়া পর নকিয়ার পুনরায় কনজ্যুমার ব্রান্ড হিসেবে ফিরে আসার আরও একটি বড় পদক্ষেপ এটি।

ফরাসী ঘড়ি নির্মাতা প্রতিষ্ঠান উইথিংসকে ১৯১ মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে কিনে নিচ্ছে নকিয়া। খুব শীঘ্রই স্বাস্থ্য ও পরিধেয় পণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি নকিয়া টেকনোলজিসের একটি বিভাগ হিসেবে যুক্ত হবে। ২০১৩ সালে মাইক্রোসফট নকিয়ার ফোন বিভাগটি কিনে নেওয়া পর নকিয়ার পুনরায় কনজ্যুমার ব্রান্ড হিসেবে ফিরে আসার আরও একটি বড় পদক্ষেপ এটি।

নকিয়া টেকনোলজিসের প্রেসিডেন্ট রামজি হাইডামুস এক বিবৃতিতে জানিয়েছেন, ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থায় নতুনতর উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে আসবে নোকিয়া।’ উইথিংসের প্রধান নির্বাহী সেডরিক হাচথিংস বলেন, সারা বিশ্বজুড়ে মানুষের স্বাস্থ্য সংযোগের উদ্দেশ্য নকিয়ার সাথে যোগ দিতে পেরে আমরা খুবই আনন্দিত।’

গুণগত মানের পণ্য তৈরিকারক প্রতিষ্ঠান হিসেবে খ্যাত উইথিংসকে ১৯১ মিলিয়ন মার্কিন ডলারে কিনতে ভালই দর কষাকষি করতে হয়েছে নকিয়াকে। তবে নকিয়া স্বাস্থ্য এবং পরিধেয় পণ্য নিয়ে কাজ করবে বলে পূর্বে ঘোষণা দেওয়ায় উইথিংস অধিগ্রহণে তেমন একটা বিস্মিত হননি প্রযুক্তিবিদরা। এখন দেখার বিষয় প্রতিষ্ঠানদ্বয় কী ধরণের পরিধেয় প্রযুক্তি পণ্য উপহার দেয়?

সূত্র: এনগ্যাজেট

আর/১০:০৪/২৬ এপ্রিল

বিজ্ঞান ও প্রযুক্তি

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে