Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 3.0/5 (6 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৪-২৬-২০১৬

কলাবাগানে জোড়া খুনের ঘটনায় দুই মামলা

কলাবাগানে জোড়া খুনের ঘটনায় দুই মামলা

ঢাকা, ২৬ এপ্রিল- রাজধানীর কলাবাগানে বাসায় ঢুকে দুইজনকে কুপিয়ে হত্যার ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। সোমবার রাতে নিহত জুলহাজের ভাই ঈমন মান্নান ও পুলিশ বাদী হয়ে কলাবাগান থানায় পৃথক দুটি মামলা করেন।

কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করে জানান, রাত পৌনে ১২টার পর মামলা দুটি করা হয়। দুই মামলাতেই অজ্ঞাত ৫-৬ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, পার্সেল ডেলিভারির কথা বলে কয়েকজন যুবক বাসায় ঢুকে কিছু বুঝে ওঠার আগেই দু’জনকে কুপিয়ে হত্যা করে। জুলহাজের লাশ বেডরুমে এবং তনয়ের লাশ ড্রইংরুমে পাওয়া যায়।

উল্লেখ্য, গতকাল সোমবার বিকালে কলাবাগান লেক সার্কাসের ৩৫ নম্বর আছিয়া নিবাসে খুন হন জুলহাজ মান্নান ও তার বন্ধু তনয়। জুলহাজ সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির খালাত ভাই। তিনি মার্কিন দূতাবাসের সাবেক প্রটোকল অফিসার ও বর্তমানে ইউএস এইডে কর্মরত ছিলেন। হিজড়া ও সমকামীদের অধিকার আদায়ের দাবিতে সোচ্চার জুলহাজ দেশে সমকামীদের প্রথম সাময়িকী ‘রূপবানের’ সম্পাদক ছিলেন।

জাতীয়

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে