Deshe Bideshe

DESHEBIDESHE

Login
ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 3.0/5 (10 টি ভোট গৃহিত হয়েছে)

print

আপডেট : ০৪-২৫-২০১৬

‘কমে আসছে দারিদ্র্য’

‘কমে আসছে দারিদ্র্য’

ঢাকা, ২৫ এপ্রিল- সরকারের সার্বিক প্রচেষ্টায় প্রতি বছর প্রায় ১ দশমিক ৭৪ শতাংশ হারে দারিদ্র্য কমে আসছে বলে সংসদকে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সোমবার জাতীয় সংস‌দের দশম অধি‌বেশ‌নে প্রশ্নোত্তর প‌র্বে সংসদ সদস্য মো. আব্দুল মতিনের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

তিনি বলেন, দারিদ্র্য হ্রাসে গ্রামীণ অর্থনীতিতে অর্জিত গতিশীলতা এবং হতদরিদ্রদের জন্য টেকসই নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে জনগণের খাদ্য নিরাপত্তা, অতি দরিদ্র ও দুঃস্থদের জন্য বিনামূল্যে খাদ্য বিতরণসহ একাধিক কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। এছাড়াও দারিদ্র্য বিমোচনের লক্ষে মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ, ভিক্ষাত্তিতে নিয়োজিত জনগোষ্ঠির পুর্নবাসনও বিকল্প কর্মসংস্থান কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।

মন্ত্রী জানান, চলতি অর্বছরে (২০১৫-১৬) সামাজিক নিরাপত্তার জন্য সর্বমোট ১৪০টি কর্মসূচি চলমান রয়েছে। এসব কর্মসূচির আওতায় চলতি অর্থবছরে ৩৭ হাজার ৫৪৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা মোট বাজেটের প্রায় ১২ দশমিক ৭২ শতাংশ এবং জিডিপির ২ দশমিক ১৯ শতাংশ। বরাদ্দের টাকা ব্যয় হলে দেশের দরিদ্র জনগোষ্ঠি দারিদ্রের বেড়াজাল থেকে বের হতে সহায়তা করবে বলে আশা প্রকাশ করেন পরিকল্পনামন্ত্রী।

এফ/২২:৩৩/২৫এপ্রিল

জাতীয়

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে