Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 1.2/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৪-২৫-২০১৬

ফোন নম্বর ছাড়াই হোয়াটস অ্যাপ ব্যবহার করবেন যেভাবে

ফোন নম্বর ছাড়াই হোয়াটস অ্যাপ ব্যবহার করবেন যেভাবে

হোয়াটস অ্যাপ ব্যবহার করতে সাধারণত ফোন নম্বরের প্রয়োজন হয়। কিন্তু আপনি ফোন নম্বর ছাড়াও ব্যবহার করতে পারবেন হোয়াটস অ্যাপ। ফোনে শুধু ইন্টারনেট সংযোগ থাকলেই হলো। 

কীভাবে ফোন নম্বর ছাড়াই হোয়াটস অ্যাপ ব্যবহার করবেন তা জেনে নিনঃ 

১) প্রথমে আপনার ফোনে হোয়াটস অ্যাপ ইনস্টল করুন।

২) এরপর আরেক একবার হোয়াটস অ্যাপ ডাউনলোড এবং রি-ইনস্টল করুন।

৩) এবার আপনার ফোনে ফ্লাইট মোড অন করে দিন, যাতে অন্যান্য মেসেজ সার্ভিসগুলি বন্ধ হয়ে যায়।

৪) এবার যে কোনো একটি নম্বর রি-ইনস্টল করা হোয়াটস অ্যাপে দিন। তবে এটা ভেরিফিকেশনের জন্য। এই নম্বর থেকে আপনি কোনো মেসেজ পাঠাতে পারবেন না।

৫) ভেরিফিকেশন ছাড়া আপনি হোয়াটস অ্যাপ ব্যবহার করতে পারবেন না। তাই হোয়াটস অ্যাপের পক্ষ থেকে আপনি 'Verify through SMS' -এর একটি অপশন পাবেন। এই অপশনে ক্লিক করে আপনি আপনার ইমেল আইডি দিতে পারবেন।

৬) এবার set button -এ ক্লিক করে সঙ্গে সঙ্গে cancel button ক্লিক করুন।

৭) এবার 'Spoof text message' অ্যাপ ইনস্টল করুন।

৮) এবার আপনার কাছে আপনার সম্পর্কে তথ্য জানানোর একটি প্রক্রিয়া আসবে। সেটি পূরণ করুন।

৯) আপনার প্রক্রিয়াটি সম্পূর্ণ হল। যে ফোন নম্বরটি আপনি দিয়েছিলেন, সেই নম্বরে আপনার কাছে সমস্ত তথ্য চলে যাবে। আর তারপরেই আপনি মোবাইল নম্বর ছাড়া হোয়াটস অ্যাপ ব্যবহার করতে পারবেন।

বিজ্ঞান ও প্রযুক্তি

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে