মাদ্রিদ, ২৪ এপ্রিল- অ্যাটলেটিকো মাদ্রিদ হয়তো পণ করেছে, যেভাবেই হোক জিততে হবে। হোক সেটা বড় কিংবা ছোট ব্যবধানের জয়। থাকতে হবে বার্সার আশেপাশেই। না হয় কাতালানদের ঘারে নিঃশ্বাস ফেলতে হবে। দিয়েগো সিমিওনের দল সেই প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
ইদানিং অ্যাটলেটিকোর জয়টা খুব একটা বড় ব্যবধানে হচ্ছে না। তুলে নিচ্ছে কষ্টার্জিত জয়! শনিবার রাতেও ঘটেছে একই ঘটনা। ভিসেন্তে ক্যালদেরনে তারা পরাস্ত করেছে মালাগাকে, ১-০ গোলের ব্যবধানে।
ঘরের মাঠে প্রথমার্ধটা খুব বাজে কেটেছে অ্যাটলেটিকোর। তুলনামূলক দুর্বল দল মালাগার শাসনের মুখে পড়তে হয়েছিল তাদের! পাল্টা আক্রমণে জর্জড়িত হয়েছিল সিমিওনের দল। ভাগ্যিস, এ অর্ধে কোনো গোল হজম করতে হয়নি তাদের। নইলে কপালে বড় খারাপই ছিল।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় অ্যাটলেটিকো। স্বাগতিক দর্শকদের স্বস্তি এনে দেন অ্যাঙ্গেল কোরেয়া। ম্যাচের ৬২তম মিনিটে আর্জেন্টাইন এই স্ট্রাইকারের গোলে এগিয়ে যায় অ্যাটলেটিকো। শেষ পর্যন্ত এই গোলটিই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিয়েছে। পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে সিমিওনের দল।
এই জয়ে ৩৫ ম্যাচে অ্যাটলেটিকোর ভাণ্ডারে সঞ্চিত হলো ৮২ পয়েন্ট। লা লিগার তালিকায় তাদের অবস্থান দ্বিতীয়। সমসংখ্যক ম্যাচে সমান পয়েন্ট নিয়ে বার্সেলোনা রয়েছে শীর্ষে। তৃতীয় স্থানে থাকা রিয়ালও খেলেছে ৩৫ ম্যাচ। জিনেদিন জিদানের দলের সংগ্রহ ৮১ পয়েন্ট।