Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 1.1/5 (8 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৪-২২-২০১৬

‘প্রত্যুষার সম্মতিতেই গর্ভপাত’

‘প্রত্যুষার সম্মতিতেই গর্ভপাত’

মুম্বাই, ২২ এপ্রিল- ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘বালিকা বধূর’ পরিচিত মুখ প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের সম্মতিতেই চিকিৎসকের কাছে গিয়ে গর্ভপাত করিয়েছিলেন তাঁর প্রেমিক অভিনেতা-প্রযোজক রাহুল রাজ সিং। পরীক্ষা-নিরীক্ষার পর জে জে হাসপাতালের চিকিৎসকেরা প্রত্যুষার অন্তঃসত্ত্বার বিষয়টি জানানোর পর এক সাক্ষাৎকারে এই তথ্য দিয়েছেন রাহুল। খবর টাইসম অব ইন্ডিয়া অনলাইনের।

গতকাল বৃহস্পতিবার টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত ওই সাক্ষাৎকারে রাহুল বলেন, প্রত্যুষা অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি জানালে তাঁরা দুজনে চিকিৎসকের কাছে গিয়ে পরীক্ষা-নিরীক্ষার পর বিষয়টি নিশ্চিত হন। যেহেতু তাঁরা তখনো বিয়ে করেননি, শুধু একসঙ্গে থাকেন মাত্র—এ কারণে তাঁরা দুজনেই আলোচনার ভিত্তিতে গর্ভপাত করার সিদ্ধান্ত নেন। পরে তাঁরা গর্ভপাত করানোর জন্য চিকিৎসকের কাছে যান।

যেহেতু তাঁরা দুজনে নভেম্বরে বিয়ে করার চিন্তা করছিলেন, এ কারণে ভবিষ্যতের কথা ভেবে প্রত্যুষার গর্ভপাত করানো হয়।

বিমানবালা সৌগত মুখার্জির সঙ্গে আপনার বিয়ের ব্যাপারে প্রত্যুষা জানতেন কি না, এমন প্রশ্নের জবাবে রাহুল বলেন, ‘সংবাদপত্রে বাগদানের খবর প্রকাশিত হয়েছিল। তাই অবশ্যই সে এ ব্যাপারে জানত। পরে অবশ্য ২০১৩ সালে আলোচনার ভিত্তিতে আমরা আলাদা ছিলাম। পরে বিবাহ-বিচ্ছেদ হয়ে যায়।’ তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে এও অভিযোগ আছে যে, আমি নয় বছর বয়সী এক সন্তানের বাবা। আমি প্রমাণ চাই। সময়ই বলে দেবে কে সত্যি।’

আপনার বিরুদ্ধে বেশ কয়েকজন নারী কেন আর্থিক প্রতারণার অভিযোগ তুলছে—এমন প্রশ্নের জবাবে রাহুল বলেন, ‘কেন তাঁরা এই মুহূর্তে এসব বলছেন? যখন ঘটেছিল তখন কেন বলেননি?’

এর আগে জে জে হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছিলেন, প্রত্যুষা বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুর আগে অন্তঃসত্ত্বা ছিলেন। মৃত্যুর আগে সম্ভবত তিনি একবার গর্ভপাতও করিয়েছিলেন।

তদন্ত-সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, পরীক্ষায় দেখা গেছে, মৃত্যুর মাস খানেক আগে প্রত্যুষা অন্তঃসত্ত্বা ছিলেন। ভ্রূণটির অপরিণত অবস্থায় মৃত্যু হয়। প্রত্যুষার জরায়ুর কোষ পরীক্ষায় দেখা গেছে, তিনি গর্ভপাত করিয়েছিলেন বা গর্ভপাত হয়েছিল।

প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত১ এপ্রিল মুম্বাইয়ের ফ্ল্যাট থেকে প্রত্যুষার গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশ অনুমান করেছিল, প্রত্যুষা আত্মহত্যা করেছেন। পরে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানানো হয়, শ্বাসরোধে প্রত্যুষার মৃত্যু হয়েছে। এ ঘটনার পর প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের মা সোমা বন্দ্যোপাধ্যায় প্রত্যুষার আত্মহত্যায় প্ররোচনার দায়ে তাঁর প্রেমিক রাহুল রাজ সিংকে অভিযুক্ত করেন। এ অভিযোগের ভিত্তিতেই বাঙ্গুর নগর থানার পুলিশ রাহুলকে আটক করে। পরে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। তবে রাহুল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে রাহুল আদালত থেকে শর্ত সাপেক্ষে আগাম জামিন নেন।

কলকাতার জামশেদপুরের মেয়ে প্রত্যুষা বেশ কয়েকটি জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। তাঁর অভিনীত শেষ সম্প্রচারিত ধারাবাহিক ‘শ্বশুরাল সিমার কি’। রিয়্যালিটি শো ‘বিগ বস ৭’-এ দেখা গেছে তাঁকে।

আর/১০:০৪/২২ এপ্রিল

বলিউড

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে