Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 2.9/5 (43 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৪-২২-২০১৬

‘দেশে ১০০ ইকোনমিক জোন হচ্ছে’

‘দেশে ১০০ ইকোনমিক জোন হচ্ছে’

দুবাই, ২২ এপ্রিল- সরকার দেশের বিভিন্ন অঞ্চলে ১০০টি ইকোনমিক জোন গড়ে তোলার কাজ শুরু করেছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

হংকং সফররত বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বৃহষ্পতিবার হংকং-এর বাণিজ্য ও ইকোনমিক ডেভেলপমেন্ট বিষয়ক মন্ত্রী গ্রেগরি সো কাম-লেউং-এর সাথে মতবিনিময়কালে একথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ সরকার বিদেশি বিনিয়োগকারীদের বিশেষ সুযোগ-সুবিধা প্রদান করছে। হংকং চাইলে বাংলাদেশ সরকার একটি ইকোনমিক জোন বিনিয়োগের জন্য বরাদ্দ প্রদান করবে। হংকং-এর চাহিদা মোতাবেক সকল সুযোগ সুবিধা প্রদান করা হবে।

তিনি বলেন, বাংলাদেশের সাথে বিশ্বের বিভিন্ন দেশের বাণিজ্য সম্পর্ক অনেক সম্প্রসারিত হচ্ছে। বাংলাদেশের চামড়া ও চামড়াজাত পণ্য, তৈরী পোশাক, হিমায়িত মাছ, শুকনা মাছ, শুকনা খাদ্য, পাটজাত পণ্য, তাবু, ক্যাপসহ বিভিন্ন পণ্যের প্রচুর চাহিদা রয়েছে হংকং-এ। হংকং-এর বাজারে এ সকল পণ্যের আমদানী বৃদ্ধি করা হলে উভয় দেশ লাভবান হবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, গত অর্থ বছরে বাংলাদেশ ২৪৭ দশমিক ১৬ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য হংকং-এ রপ্তাপনি করেছে, একই সময়ে বাংলাদেশ আমদানী করেছে ৮৭৬ দশমিক ১০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য। এ ক্ষেত্রে একদিকে যেমন রয়েছে বাণিজ্যিক ভারসাম্যহীনতা, অপরদিকে রয়েছে বাণিজ্যবৃদ্ধির অপার সম্ভাবনা।

বাংলাদেশের পক্ষে রপ্তানি উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. এ এফ এম মনজুর কাদির এবং হংকং-এর পক্ষে হংকং ট্রেড ডেভেলপমেন্ট কাউন্সিলের অ্যাসিসটেন্ট এক্সিকিউটিভ ডিরেক্টর এম এস সোফিয়া চং এমওইউতে স্বাক্ষর করেন।

আর/১৭:১৪/২২ এপ্রিল

ব্যবসা

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে