Deshe Bideshe

DESHEBIDESHE

Login
ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 1.8/5 (6 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৪-২২-২০১৬

ক্যান্ডি ক্রাশ খেলেন? জেনে নিন এই গেম সম্পর্কে চমকে দেওয়ার মতো ১০ টি তথ্য

ক্যান্ডি ক্রাশ খেলেন? জেনে নিন এই গেম সম্পর্কে চমকে দেওয়ার মতো ১০ টি তথ্য

একবার একটি ১৪ বছরের কিশোর অতিরিক্ত মুভস এবং বুস্ট পাওয়ার লোভে ৪৩০০ ডলার ব্যয় করেছিল। নির্দিষ্ট সময়ের আগেই একটা লেভেল উতরানোর জন্যে অতিরিক্ত লাইফ পাওয়ার তাগিদে বহু ক্যান্ডি ক্রাশ আসক্ত মানুষ তাদের ফোনের ডেট এবং টাইম সেটিংস পর্যন্ত বদলে দিয়ে থাকেন।

এই গেম বহু মানুষের কাছেই নেশার মতো। অনেকের কাছেই অবসর কাটানোর সবচেয়ে উপভোগ্য উপায় এই গেম। ক্যান্ডির ছবি মিলিয়ে মিলিয়ে নম্বর বাড়ানোর এই খেলার নাম ক্যান্ডি ক্রাশ। আসুন, আপনার প্রিয় এই গেম সম্পর্কে জেনে নেওয়া যাক ১০ টি চমকে দেওয়ার মতো তথ্য

১. ক্যান্ডি ক্রাশ ফেসবুকের ১ নম্বর অ্যাপ
বলাই বাহুল্য। ফেসবুকে ক্যান্ডি ক্রাশের অ্যাক্টিভ ইউজারের সংখ্যা ৭০ লক্ষের কাছাকাছি, যাঁদের মধ্যে ৬৯ শতাংশ মহিলা।
 
২. ক্যান্ডি ক্রাশের দৈনিক রোজগার প্রায় ৬৩৩,০০০ ডলার
টাকার হিসেবে অঙ্কটা ৪ কোটি ২০ হাজার টাকার মতো। অ্যাপটির বার্ষিক রোজগার ২৩০ মিলিয়নের কাছাকাছি।

৩. গেমটি সবচেয়ে বেশি খেলা হয় হংকং-এ
একটি সমীক্ষা থেকে জানা গেছে এই তথ্য। হংকং-এ প্রতিদিন প্রতি ৭ জনে ১ জন ক্যান্ডি ক্রাশ খেলেন।
 
৪. ক্যান্ডি ক্রাশ অবলম্বনে একটি মিউজিক ভিডিও পর্যন্ত তৈরি হয়েছে
এই ভি়ডিওটি ছিল গ্যাংনাম স্টাইল খ্যাত গায়ক সাই(Psy)-এর।
 
৫. ইনস্টাগ্রামে ‘হ্যাশট্যাগ ক্যান্ডি ক্রাশ’ প্রাপ্ত ছবির সংখ্যা সাড়ে ৪ লক্ষের কাছাকাছি
গেমটির বিপুল জনপ্রিয়তার কারণে #candycrush সহ বিপুল সংখ্যক ছবি পোস্ট করা হয় ইনস্টাগ্রামে।
 
৬. ফেসবুকে প্রতি ৯ জনে ১ জন এই গেম খেলে
ফেসবুকের মাসিক অ্যাক্টিভ ইউজার ১১৫ কোটি। তাঁদের মধ্যে সাড়ে ১৩ কোটি মানুষ প্রতি মাসে ক্যান্ডি ক্রাশ খেলেন।

৭. এমনও বহু মানুষ আছেন যাঁরা ক্যান্ডি ক্রাশে ‘লাইফ’ পাওয়ার জন্য অর্থ পর্যন্ত ব্যয় করেন
একবার একটি ১৪ বছরের কিশোর অতিরিক্ত মুভস এবং বুস্ট পাওয়ার লোভে ৪৩০০ ডলার ব্যয় করেছিল। নির্দিষ্ট সময়ের আগেই একটা লেভেল উতরানোর জন্যে অতিরিক্ত লাইফ পাওয়ার তাগিদে বহু ক্যান্ডি ক্রাশ আসক্ত মানুষ তাদের ফোনের ডেট এবং টাইম সেটিংস পর্যন্ত বদলে দিয়ে থাকেন।

৮. ইংল্যান্ডে ক্যান্ডি ক্রাশের নেশা ছাড়ানোর জন্য নেশামু্ক্তি কেন্দ্র পর্যন্ত খোলা হয়েছে
এই নেশামুক্তি কেন্দ্রে প্রতি মাসে নাকি প্রায় ১০০-র মতো ‘রোগি’-র আগমন ঘটে।

৯. ১০ মিলিয়ন ডাউনলোড
২০১২-র ডিসেম্বর পর্যন্ত এই গেমটি মোট ১ কোটি মোবাইলে ডাউনলোড করা হয়েছে।

১০. অ্যান্টার্কটিকাতেও পৌঁছে গিয়েছে ক্যান্ডি ক্রাশ
অভিযাত্রীদের কাছে অ্যান্টার্কটিকা যতই দুর্গম হোক না কেন, ক্যান্ডি ক্রাশের জয়যাত্রা সেখানেও অব্যাহত।

বিজ্ঞান ও প্রযুক্তি

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে