Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 1.2/5 (6 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৪-২২-২০১৬

'বর্ণবাদী' পোস্টে ইএসপিএন কর্মী বহিষ্কার

'বর্ণবাদী' পোস্টে ইএসপিএন কর্মী বহিষ্কার

ওয়াশিংটন, ২২ এপ্রিল- সম্প্রতি 'ট্রান্সজেন্ডার' নিয়ে ফেইসবুকে একটি 'বিদ্রুপাত্মক' পোস্ট করেন স্পোর্টস নেটওয়ার্ক ইএসপিএন-এর সাবেক বেইসবল বিশ্লেষক কার্ট স্কিলিং। ওই পোস্ট করার সময় অবশ্য তিনি 'সাবেক' হননি। পোস্ট দেওয়ার পর এ নিয়ে উঠে সমালোচনার ঝড়। বুধবার তাকে বহিষ্কার করা হয়। সাবেক এই বেইসবল তারকার এমন বিদ্রূপকে 'অগ্রহণযোগ্য' বলে আখ্যা দিয়েছে ইএসপিএন।

প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট জানিয়েছে, ২০১০ সাল থেকে ইএসপিএন-এ বর্ণ বিশ্লেষক হিসাবে কাজ করছিলেন তিনি। সম্প্রতি তিনি ফেইসবুকে একজন স্থুলকায় লোকের ছবি পোস্ট করেন। এই ছবিতে লোকটি সোনালি রঙয়ের আলগা চুল আর নারীদের পোশাক পরিহিত ছিলেন। ছবির সঙ্গে স্কিলিং মন্তব্য করেন, "একজন পুরুষ পুরুষই, সে নিজেকে যাই ডাকুক না কেন। তারা কি, কাদের সঙ্গে ঘুমায় তা নিয়ে আমি পরোয়া করি না। পুরুষদের শৌচাগার তাদের পুরুষাঙ্গের কথা মাথায় রেখেই বানানো হয়, নারীদের ক্ষেত্রে তা নয়। এখন এটা আলাদা করার জন্য আপনার আলাদাভাবে বলতে হবে? শোচনীয়।"

এ পোস্টের মাধ্যমে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনাসহ অন্যান্য অঙ্গরাজ্যে পাস হওয়া এক আইনের বিদ্রুপাত্মক সমালোচনা হয় বলে জানিয়েছে সিনেট।

এরপর এক ঘোষণায় স্কিলিংয়ের এমন আচরণকে 'অগ্রহণযোগ্য' হিসেবে অভিহিত করে তাকে বহিষ্কার করে ইএসপিএন। স্পোর্টস নেটওয়ার্কটি বলে, "ইএসপিএন একটি শুদ্ধ প্রতিষ্ঠান। কার্ল স্কিলিং-কে বলা হয়েছে যে তার আচরণ অগ্রহণযোগ্য ছিল এবং ইএসপিএন তাকে বহিষ্কার করল।" এ খবর করার আগ পর্যন্ত এ স্কিলিংয়ের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এফ/০৮:৩০/২২ এপ্রিল

বিজ্ঞান ও প্রযুক্তি

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে