Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 1.2/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৪-২১-২০১৬

ভূতের উৎপাতে স্কুল বন্ধ!

ভূতের উৎপাতে স্কুল বন্ধ!

কুয়ালালামপুর, ২১ এপ্রিল- শিক্ষক এবং শিক্ষার্থীরা স্কুলে ভৌতিক কিছু একটা দেখায় বন্ধ করে দেয়া হয়েছে মালয়েশিয়ার একটি স্কুল। তারা জানায়, কালো দেহের কিছু একটা স্কুলে চিৎকার করতে থাকে। বিষয়টিকে ‘গণ আতঙ্ক’ বলে আখ্যায়িত করেছে স্থানীয় গণমাধ্যমগুলো।

প্রায় সপ্তাহ খানেক আগে স্কুলটির একজন শিক্ষক সেখানে ‘অতিপ্রাকৃত’ কিছুর অস্তিত্ব টের পান। আর এর পর থেকেই শুরু হয় গণ আতঙ্ক। পরপর তিনটি আতঙ্কজনক ঘটনা ঘটার পর গত বৃহস্পতিবার মালয়েশিয়ার উত্তরাঞ্চলের কোটা ভারু শহরের ওই স্কুলটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

স্কুলের প্রিন্সিপাল সিতি হাওয়া মেট জানান, সবাই একই রকম একটি কালো দেহ দেখার কথা জানিয়েছে। বুধবার পর্যন্ত ৫০ জন শিক্ষার্থী এবং ১১ জন শিক্ষক একই অভিজ্ঞতা লাভ করেছে। অনেকে স্কুলের ক্যান্টিন এবং হলে একই রকম ভৌতিক দেহের উপস্থিতি টের পেয়েছে বলে জানায়।

স্কুল কর্তৃপক্ষ পরিস্থিতি সামাল দিতে সাময়িকভাবে স্কুল বন্ধ করে ঘটনার রহস্য উৎঘাটনে নেমেছে। মুসলিম তান্ত্রিক, অতিপ্রাকৃত বিষয়ক বিশেষজ্ঞ এবং মনোচিকিৎসককে ডাকা হয়েছে রহস্যের জট খুলতে। তবে চলতি সপ্তাহের রোববার থেকে স্কুল আবারো খুলে দেয়া হয়েছে। তবে পরিস্থিতি আগের মতোই আছে।

এফ/২২:২০/২১ এপ্রিল

বিচিত্রতা

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে