Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৪-২০-২০১৬

চট্টগ্রাম নগরীর দুই লাখ ভবনের ৭০ শতাংশই ত্রুটিপূর্ণ

চট্টগ্রাম নগরীর দুই লাখ ভবনের ৭০ শতাংশই ত্রুটিপূর্ণ

চট্টগ্রাম, ২০ এপ্রিল- বন্দরনগরী চট্টগ্রামে দুই লাখ বহুতল ভবনের ৭০ শতাংশই কোনো না কোনোভাবে ত্রুটিপূর্ণ বলে নিশ্চিত হয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। পাঁচ মাসের অনুসন্ধানে ত্রুটিপূর্ণ ভবনগুলো চিহ্নিত হওয়ায় এখন সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে সিডিএ। তবে এসব ভবন নির্মাণের জন্য সিডিএ’র অবহেলাকেই দায়ী করছেন নগর পরিকল্পনাবিদরা। বেসরকারী টেলিভিশন চ্যানেল সময় টিভি এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে।

প্রতিবেদন থেকে জানা গেছে, ৬০ বর্গমাইলের এ নগরীতে ছোট-বড় বহুতল ভবন রয়েছে অন্তত ২ লাখ। নিয়ম অনুযায়ী যে কোনো ভবন নির্মাণের ক্ষেত্রে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বা সিডিএ’র কাছ থেকে নকশা অনুমোদন নেওয়া হয়। কিন্তু প্রায়ই ভবন নির্মাণকালীন সময় কিংবা নির্মাণের পর নানা ধরণের অভিযোগ উঠতে থাকে। সাম্প্রতিক সময়ে এ ধরণের অভিযোগের পরিমাণ বাড়তে থাকায় সিডিএ’র পক্ষ থেকে শুরু হয় বিশেষ জরিপের কাজ।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান আবদুছ ছালাম বলেন, ‘বিনা অনুমোদনে কোনো নকশা হয়েছে কি না, ভবনগুলো ফুটপাত ও খাল দখল করেছে কিনা, বেজমেন্টের কাজ ঠিকভাবে হয়েছে কিনা এগুলা আমরা পুঙ্খানুপুঙ্খভাবে সার্ভে কাজ শুরু করেছি।'

প্রতিবেদন থেকে আরও জানা গেছে,  গত বছরের ডিসেম্বর থেকে শুরু হওয়া এ জরিপের প্রথম পর্যায়ে নগরীর প্রধান ১৯টি সড়কের পার্শ্ববর্তী ভবনগুলো পরীক্ষা করা হচ্ছে। ইতোমধ্যে সাতটি সড়কের পার্শ্ববর্তী ১৫ থেকে ২০ হাজার ভবনের পরীক্ষার কাজ শেষ হয়েছে। আর তাতেই পাওয়া গেছে আঁতকে ওঠার মতো নানা তথ্য।

নগর পরিকল্পনাবিদরা বলছেন, সিডিএ শুধুমাত্র ভবনের নকশা অনুমোদন দিয়েই তাদের দায়িত্ব শেষ করে। তাদের তদারকি না থাকায় ঝুঁকিপূর্ণ ভবন নির্মাণের সুযোগ নিচ্ছে সাধারণ মানুষ। সিডিএ কর্মকর্তারা জানিয়েছেন, জরিপের কাজ শেষ হলেই ত্রুটিপূর্ণ ভবন মালিকদের বিরুদ্ধে শুরু হবে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান।

এফ/২২:১৫/২০ এপ্রিল

চট্টগ্রাম

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে