Deshe Bideshe

DESHEBIDESHE

Login
ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 1.7/5 (7 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৪-১৯-২০১৬

পীর-আউলিয়ার দেশে আইএসের স্থান নেই

পীর-আউলিয়ার দেশে আইএসের স্থান নেই

ঢাকা, ১৯ এপ্রিল- ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুন বলেছেন, বাংলাদেশের মাটিতে অলি-আউলিয়া, পীর-মাশায়েখগণ ইসলাম প্রচার করার জন্য এসেছেন। এই পবিত্র মাটিতে কখনো আইএসের মতো জঙ্গি সংগঠনের ঠাঁই হবে না। বাংলাদেশ সরকার আইএসকে স্থান দেয়নি, ভবিষ্যতেও দেবে না।

সোমবার (১৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওস্থ ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) সভাকক্ষে তুরস্কের প্রেসিডেন্সি অব রিলিজিয়াস অ্যাফেয়ার্স-এর প্রতিনিধি দলের সঙ্গে আলেম-ওলামাদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইফার গবেষণা বিভাগ এ সভার আয়োজন করে।

বজলুল হক হারুন বলেন, ‘ইসলাম শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের ধর্ম। ইসলাম নিয়ে রাজনীতি করার কারণে এর মানবতাবাদী দর্শন ভূলুণ্ঠিত হয়েছে।’ 

এ সময় তিনি বলেন, ‘যারা বায়তুল মুকাররম মসজিদে জায়নামাজে আগুন দিয়েছে ও কুরআন শরীফ পুড়িয়েছে তাদেরকে বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে।’

ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নর্সের গভর্নর মিছবাহুর রহমান চৌধুরী বলেন, ‘বাংলাদেশের মানুষ ইসলামকে ভালবাসে এবং ইসলামের চর্চা করে। ইসলামের নামে কোনো সন্ত্রাসী কার্যকলাপকে এ দেশের ধর্মপ্রাণ মানুষ সমর্থন করে না। বাংলাদেশ সরকার সবসময় সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে অঙ্গীকারাবদ্ধ।’

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালের সভাপতিত্বে সভায় ইফার বোর্ড অব গভর্নর্স-এর গভর্নর অ্যাডভোকেট শেখ মো. আবদুল্লাহ, শায়খ আল্লামা গোলাম মওলা নকশেবন্দী, সাবেক সচিব ও ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অব গভর্নর্স-এর গভর্নর সিরাজউদ্দিন আহমেদ, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ এবং তুরস্কের প্রেসিডেন্সি অব রিলিজিয়াস অ্যাফেয়ার্সের এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের পরিচালক শুফরু জাতিন ও ফরেন রিলেশন বিশেষজ্ঞ ইব্রাহিম ক্ল্যাভিজো প্রমুখ।

পরে ‘সহিংসতা ও জঙ্গিবাদ প্রতিরোধ এবং দ্বীনি শিক্ষা পাঠ্যক্রম পর্যালোচনা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ইসলামিক ফাউন্ডেশনের ব্যাপক গবেষণার মাধ্যমে দ্বীনি শিক্ষা পাঠ্যক্রমের ওপর একটি মানসম্মত কারিকুলাম প্রণয়নের সিদ্ধান্ত গৃহীত হয়।

জাতীয়

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে