ঢাকা, ১৮ এপ্রিল- বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করেছে জাতীয়তাবাদী দল বিএনপি।সোমবার (১৮ এপ্রিল) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ নাম ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
ঢাকা বিভিাগ: ১. অ্যাডবোকেট আব্দস সালাম আজাদ, ২. শফিকুল ইসলাম বাবুল,
চট্রগ্রাম বিভাগ: ১. এাহবুবুর রহমান শামীম২. আবুল হাশেম বক্কর
রাজশাহী বিভাগ: ১.আব্দুল মমিন তালুকদার২. শাহীন শওকত
খুলনা বিভাগ: ১.অলিন্দ ইসলাম অরিক২. জয়ন্তু কুমার কুন্ড
বরিশাল বিভাগ: ১.অধ্যাপক আকন কুদ্দুসুর রহমান ২. এাহবুবুল হক ন্নানু
সিলেট বিভাগ : ১. দিলদার হোসেন সেলিম ২. কলিম উদ্দিন মিলন
রংপুর বিভাগ: ১. শামসুজ্জামান, ২. জাহাঙ্গিও হোসেন
ময়মনসিংহ বিভাগ: ১. শরিফুল ইসলাম, ২.ওয়ারেস আহমেদ
ফরিদপুর বিভাগ: ১. আলী নেওয়াজ খৈয়ম ২. সেলিমুজ্জামান সেলিম।
কুমিল্লা বিভাগ: ১. মোস্তাক হোসেন. ২. আব্দুল আউয়াল খান।
এ সময়ে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিবমজিবুর রহমান সারোয়ার, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, ইমরান সালেহ প্রিন্স গণ শিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানা উল্লাহ মিয়া প্রমুখ।
আর/১৬:৩৪/১৮ এপ্রিল