Deshe Bideshe

DESHEBIDESHE

Login
ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 4.0/5 (3 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৪-১৭-২০১৬

বিপাশার বিয়েতে প্রাক্তন প্রেমিকদের প্রবেশ নিষেধ!

বিপাশার বিয়েতে প্রাক্তন প্রেমিকদের প্রবেশ নিষেধ!

মুম্বাই, ১৭ এপ্রিল- সব গুঞ্জন আর অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে নিজের মুখেই বিয়ের ঘোষণা দিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও বাঙ্গালি ললনা বিপাশা বসু এবং ‘হেটস্টোরি’ খ্যাত অভিনেতা করন সিং গ্রোভার। চলতি মাসের ৩০ তারিখে বিয়ের লগ্ন ঠিক হয়েছে তাদের। আর নিজের এই বিয়েতে প্রাক্তন কোনো প্রেমিককেই দাওয়াত করবেন না বাঙালি কন্যা বিপাশা!  

আরমাত্র দিন দশেক পরেই বিয়ের পিঁড়িতে বসবেন বিপাশা। শপিং, নিমন্ত্রণ সবই চলছে দেদারসে। কাছের বন্ধু বান্ধবদেরও আমন্ত্রণ জানিয়েছেন বিপাশা-করন। কিন্তু নিজের বিয়েতে কোনোভাবেই প্রাক্তন প্রেমিক মিলিন্দ সোমন, ডিনো মরিয়া, জন আব্রাহাম এবং হরমন বাওয়েজাকে দাওয়াত করেননি তিনি!

কারণ? বলছি, ক’দিন আগেই বাঙ্গালি ললনা বিপাশা বসুকে নিজের পুত্রবধু হিসেবে কখনোই গ্রহণ করবেন না বলে সরাসরি ঘোষণা দিয়েছিলেন করন সিংয়ের মা! কোনো অবস্থাতেই ‘রাজ’ খ্যাত তারকা অভিনেত্রী বিপাশাকে নিজের ছেলের বউ হিসেবে মানতে পারবেন না বলে জানিয়েছিলেন তিনি। করনের মায়ের চোখে বিপাশার চরিত্র খুব একটা সুবিধাজনক লাগেনি। বলিউডের অনেকের সঙ্গে প্রেম করে বেড়িয়েছেন বিপাশা! কিন্তু মা’কে করন নানানভাবে ‍যুক্তি পরামর্শ দিয়ে বিয়েতে রাজি করিয়েছেন। আর তা কি প্রেমিকদের ডেকে ভন্ডুল করবেন বিপাশা? আর এই জন্যই প্রাক্তনদের নিমন্ত্রণ করেননি তিনি!

অন্যদিকে বলিউড মাতিয়ে বেড়ালেও মনে প্রাণে আদ্যপান্ত বাঙ্গালি নারী বিপাশা বসু। কারণ তার মূল বাংলাতেই প্রোথিত। আর তাই বাঙ্গালি আচার মেনে বাঙ্গালি রীতিতে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন বলিউডের আবেদনময়ী অভিনেত্রী বিপাশা বসু ও করন সিং গ্রোভার। পুরো বাঙ্গালি আচার অনুষ্ঠান মেনে যেভাবে সাধারণের বিয়ে হয়, ঠিক তারাও সেভাবেই বিয়ের পিঁড়িতে বসবেন বলে জানা গেছে।

৩০ এপ্রিল বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন অভিনেতা করন সিং গ্রোভার এবং বাঙ্গালি মেয়ে বিপাশা বসু। করন সিং বাঙ্গালি না হলেও এদিন পুরোদস্তুর বাঙ্গালি বরের সাজে দেখা যাবে তাকে। এরআগে বাংলার আর দশটা পাঁচটা বিয়ের মতই আগের দিন মেহেদী উৎসব অনুষ্ঠিত হবে।

বিয়ের অনুষ্ঠানটি মহা ধুমধামে না হলেও আয়োজনের কিন্তু মোটেও কমতি নেই। এদিন বিয়েতে উপস্থিত থাকবেন দুই পক্ষের পরিবার পরিজনসহ তাদের কাছের বন্ধু বান্ধব। এছাড়া বলিউড থেকে বিপাশার কাছের বন্ধুদের মধ্যে উপস্থিত থাকবেন শিল্পা শেঠি, রাজ কুন্ড্র এবং আর মাধবান। পরবর্তীতে মুম্বাইয়ে বিবাহ পরবর্তী রিসেপশনে অংশ নিবেন বলিউডের তারকা অভিনেতা অভিনেত্রীরা।  

উল্লেখ্য, ২০১২ সালের এপ্রিলে জেনিফার উইঙ্গেটকে বিয়ে করেছিলেন করন সিং গ্রোভার। করনের এটি দ্বিতীয় বিয়ে হলেও জেনিফারের ছিল এটি প্রথম বিয়ে। শেষ পর্যন্ত তাকেও ডিভোর্স দিয়ে এবারের তৃতীয় স্ত্রীর অপেক্ষায় করন সিং। যদিও বিপাশার এটাই প্রথম বিয়ে!

আর/১৭:১৪/১৭ এপ্রিল

বলিউড

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে