Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৪-১৬-২০১৬

হাসপাতালে নিবির পর্যবেক্ষণে দিলীপ কুমার

হাসপাতালে নিবির পর্যবেক্ষণে দিলীপ কুমার

মুম্বাই, ১৬ এপ্রিল- ৭২ ঘন্টার নিবির পর্যবেক্ষণে হাসপাতালে ভর্তি আছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার। জ্বর ও শ্বাসকষ্ট জনিত কারণে শনিবার সকালে ৯৩ বছর বয়সী এই অভিনেতাকে মুম্বাইয়ের লীলাবতি হাসপাতালে ভর্তি করা হয়। আর এরপরই ডাক্তাররা তাকে টানা ৭২ ঘন্টার নিবির পর্যব্ক্ষেণে রাখেন।

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছেন দিলীপ কুমার। গত কয়েকদিন ধরে জ্বরের পাশাপাশি শনিবার সকালে হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসকরা তার ওপর সার্বক্ষণিক নজর রাখছেন। 

আগামী ৭২ ঘন্টা খুব বিপদ সময় তার জন্য। এই ৭২ ঘন্টা তিনি আমাদের পর্যব্ক্ষেণে আছেন। তার সমস্ত কিছুর দিকেই আমরা তীক্ষ্ণ নজর রাখছি। হয়তো তাকে আইসিইউতে পাঠানো হতে পারে। কথাগুলো বলছিলেন লীলাবতি হাসপাতালের প্রধান ডাক্তার জলিল পরকর।

দিলীপ কুমারের প্রকৃত নাম মোহাম্মদ ইউসুফ খান। রূপালি পর্দায় ক্যারিয়ার শুরুর সময় নাম পাল্টান তিনি। ছয় দশকের অভিনয় জীবনে ‘মধুমতি’, ‘দেবদাস’, ‘মুঘল-এ-আজম’, ‘গঙ্গা যমুনা’, ‘রাম অউর শ্যাম’, ‘কর্ম’র মতো অসংখ্য কালজয়ী ছবিতে দেখা গেছে তাকে।

দিলীপ কুমারকে বলা হয় বড়পর্দার ‘ট্র্যাজেডি কিং’। তাকে এই তকমা এনে দিয়েছে ‘আন্দাজ’, ‘বাবুল’, ‘মেলা’, ‘দিদার’, ‘যোগান’ প্রভৃতি ছবি। সর্বশেষ ১৯৯৮ সালে ‘কিলা’ ছবিতে অভিনয় করেন তিনি। গত বছর ভারত সরকারের কাছ থেকে ‘পদ্মবিভূষণ’ খেতাব পেয়েছেন দিলীপ কুমার। ১৯৯১ সালে তাকে দেয়া হয় ‘পদ্মভূষণ’। এর তিন বছর পর তিনি ‘দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড’ পান।

বলিউড

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে