Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৪-১৫-২০১৬

শচীন বললেন খেলার চেয়ে অভিনয় কঠিন

শচীন বললেন খেলার চেয়ে অভিনয় কঠিন

মুম্বাই, ১৫ এপ্রিল- সকল জল্পনার অবসান শেষ হলো। মাস্টার-ব্ল্যাস্টার শচীন টেন্ডুলকারের স্মরণীয় ক্যারিয়ার দেখা যাবে বড় পর্দায়। বৃৃহস্পতিবার ইংল্যান্ডের পরিচালক জেমস এরসকিনের পরিচালিত ‘শচীন আ বিলিয়ন ড্রিমস’ তথ্যচিত্রের ট্রেলার মুক্তি পেলো। মুক্তির পরই বলিউড থেকে ক্রিকেট, সবাই শচীনকে বড় পর্দায় দেখতে মুখিয়ে রয়েছে।

বলিউড তারকা অভিষেক বচ্চন টুইট করেন, ‘শব্দ হারিয়ে ফেলেছি!’ সাবেক ভারত অধিনায়ক এবং শচীনের এক সময়কার সতীর্থ অনিল কুম্বলে পোষ্ট করেন, ‘গত এক যুগ ধরে আমরা অনেক সময় একসঙ্গে কাটিয়েছি। সেই স্মৃতিগুলো আবার ফিরে আসছে।’ ভারতের বর্তমান টেস্ট অধিনায়ক বিরাট কোহলি ছোটবেলা থেকেই ছিলেন শচীনের পারভক্ত। তিনি পোষ্ট করেন, ‘অপেক্ষার পালা শেষ। এই দেখুন সবাই ছবির ট্রেলার।’

গত দুই যুগেরও বেশি সময় ধরে ভারতীয় ক্রিকেটের সেবা করে এসেছেন শচীন। অনেক চাপের মুহূর্তে ভারতীয় দলের উদ্ধারকর্তা হিসেবে আবির্ভূত হয়েছেন। সেই শচীন বলছেন, খেলার চেয়ে অভিনয় করাই কঠিন, ‘আমি কখনো অভিনয় করার স্বপ্ন দেখিনি। কোনো সন্দেহ নেই অভিনয় করা ক্রিকেট খেলার চেয়ে অনেক বেশি চ্যালেঞ্জিং। আমি খেলতে বেশি ভালবাসতাম।’

এদিন একমাত্র ছেলে অর্জুন টেন্ডুলকারকে নিয়ে কথা বলেছেন টেস্ট-ওয়ানডের সর্বোচ্চ রানের মালিক। অর্জুন বাবাকে আদর্শ মেনে ক্রিকেটের পথেই হাঁটছে। টেন্ডুলকারও তার ওপর কোন কিছু চাপিয়ে দিচ্ছেন না, ‘অর্জুনকে আমি বলেছি, তুমি নিজের ইচ্ছায় ক্রিকেটার হতে চেয়েছো। তোমাকে কেউ জোর করেনি। মানসিকভাবে নিজেকে প্রস্তুত করো। তাহলেই ভয় জিনিসটা থাকবে না।’

আর/১৮:১৪/১৫ এপ্রিল

ক্রিকেট

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে