Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 1.2/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)

print

আপডেট : ০৪-১৫-২০১৬

নববর্ষে ঐক্যের ডাক খালেদা জিয়ার

নববর্ষে ঐক্যের ডাক খালেদা জিয়ার

ঢাকা, ১৫ এপ্রিল- নতুন বাংলা বছরেই দেশে গণতন্ত্র ফিরে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা  (জাসাস) আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি বলেন- ‘বিভেদ নয়, দেশকে এগিয়ে নিতে প্রয়োজন ঐক্য।’ 

বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে আজ বৃহস্পতিবার দুপুরে শুরু হয় জাসাসের সাংস্কৃতিক আয়োজন। এতে বিএনপি ও  সহযোগী এবং ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতাকর্মী ছাড়াও যোগ দেয় জাতীয়তাবাদী আদর্শের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা। 

অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া যোগ দেন বিকেল সাড়ে ৪টায়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে প্রথমেই সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানান তিনি।  

সাবেক প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের সর্বস্তরের মানুষকে আমি বিএনপির পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। সব দল ও সব দলের নেতাদের আমি শুভেচ্ছা জানাচ্ছি। বিশ্ববাসীকে নববর্ষের শুভেচ্ছা জানাই। আর প্রবাসে যেসব বাংলাদেশি আছেন তাঁদেরও নববর্ষের শুভেচ্ছা জানাই।’

খালেদা জিয়া বলেন, ‘আসুন এ নববর্ষে আমরা সবাই ঐক্যবদ্ধ হই। বিভেদ নয়, ঐক্য করে জাতিকে অগ্রগতির পথে নিয়ে যাব।’ তিনি আরো বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে একটি সুখী-সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে লড়াই চালিয়ে যাচ্ছে বিএনপি।’ 

বিএনপি চেয়ারপারসন আরো বলেন, ‘আমরা আশা করছি, এ নববর্ষ বাংলাদেশের মানুষের জন্য সত্যিকারের সুদিন বয়ে আনবে। বাংলা নতুন বছরে আমরা এ দেশে গণতন্ত্র পাব, উন্নয়ন হবে, শান্তি আসবে, জনগণের কল্যাণ হবে, হত্যা-গুম নির্যাতন থেকে মানুষ মুক্ত হবে। দেশের প্রতিটি মানুষের যাতে কর্মসংস্থানের ব্যবস্থা হয়, সেটি হবে।’ 

বক্তব্য দেওয়ার আগে বিএনপি চেয়ারপারসন বেশ কিছুক্ষণ উপভোগ করেন সাংস্কৃতিক অনুষ্ঠান। সরকারের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যেই শেষ হয় পহেলা বৈশাখের এই আয়োজন।

এফ/০৮:০৯/১৫ এপ্রিল

জাতীয়

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে