Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৪-১৪-২০১৬

নারদ কাণ্ডে পাঁচ তৃণমূল সাংসদকে নোটিস ধরাল সংসদ

নারদ কাণ্ডে পাঁচ তৃণমূল সাংসদকে নোটিস ধরাল সংসদ

কলকাতা, ১৪ এপ্রিল- নারদ কাণ্ডে তৃণমূলের পাঁচ সাংসদকে নোটিস ধরাল লোকসভার এথিক্স কমিটি। স্টিং অপারেশনে তাঁদের টাকা নেওয়ার যে ভিডিও দেখা গিয়েছে, সে সম্পর্কে এই সাংসদদের ব্যাখ্যা তলব করল সংসদ। যে পাঁচ জনকে নোটিস ধরানো হয়েছে, তাঁরা হলেন সৌগত রায়, সুলতান আহমেদ, প্রসূন বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষদস্তিদার এবং অপরূপা পোদ্দার।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে এই খবর পাওয়া গিয়েছে। সাংসদদের কাছে জানতে চাওয়া হয়েছে, স্টিং অপারেশনে যা দেখা গিয়েছে, সে সম্পর্কে তাঁদের অবস্থান কী? যদি এই টাকা নেওয়ার ঘটনা সত্যি হয়, তা হলে কেন তাঁরা টাকা নিয়েছিলেন, সে কথাও জানতে চাওয়া হয়েছে।

এথিক্স কমিটি এর আগে নারদ নিউজের প্রতিনিধির কাছ থেকে স্টিং অপারেশনের ভিডিও জমা নিতে চায়নি। পদ্ধতিগত ত্রুটির কথা বলে ভিডিও জমা নিতে অস্বীকার করে কমিটি। দিন কয়েক আগে কলকাতা হাইকোর্ট নারদা কাণ্ড নিয়ে বড়সড় পদক্ষেপ করেছে। নারদের ভিডিও হেফাজতে নেওয়ার জন্য তিন সদস্যের কমিটি গঠন করেছে। তার পরই নড়েচড়ে বসল সংসদের এথিক্স কমিটিও।

এফ/১৮:০৫/১৪ এপ্রিল

পশ্চিমবঙ্গ

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে