Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

print

আপডেট : ০৪-১৩-২০১৬

রিজভীর না, ফখরুলের হ্যা!

রিজভীর না, ফখরুলের হ্যা!

ঢাকা, ১৩ এপ্রিল-  বিএনপির মহাসচিব ও সিনিয়র যুগ্ম-মহাসচিব হওয়ার পর থেকেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দলীয় নেতাকর্মী-সমর্থক ও বিভিন্ন সংগঠনের নেতাদের কাছ থেকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন। গত ৩০ মার্চ তাদের নাম ঘোষণার পর থেকে শুভেচ্ছা জানানোর এ ধারা অব্যাহত রয়েছে।

তবে এ ধারা ভেঙেছেন রহুল কবির রিজভী। নেতাকর্মী-সমর্থক ও শুভানুধ্যার্য়ীদের কাছ থেকে তিনি আর ফুল নেবেন না! রিজভী ফুলেল শুভেচ্ছা না নিলেও শুভেচ্ছাগ্রহণ করছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক নেতা বলেন, ‘বিএনপির একই অফিসে এখন দুই ধারা। একজন ফুল নেন, অন্যজন নেন না।’

বুধবার (১৩ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের দপ্তরে প্রবেশের সময় একটি বিজ্ঞপ্তি চোখে পড়ল। দপ্তরে প্রবেশপথে কাঁচের দরজা ও পার্শ্ববর্তী দেয়ালে সাটানো বিজ্ঞপ্তিতে লেখা রয়েছে, ‘আওয়ামী সরকারের ভয়াবহ দুঃশাসন ও নিপীড়ন-নির্যাতনে দেশব্যাপী রক্ত ঝরছে। সুতরাং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রহুল কবির রিজভীকে দয়া করে কেউ ফুল দিয়ে অভিনন্দন জানাতে আসবেন না।’

খোঁজ নিয়ে জানা গেছে, এই বিজ্ঞপ্তি সাটানোর পর রুহুল কবির রিজভীর জন্য কেউ ফুল নিয়ে আসছেন না। তবে মির্জা ফখরুলকে শুভেচ্ছা জানাতে বুধবারও দলীয় কার্যালয়ে মহাসচিবের রুমের সামনে নেতাকর্মীদের ফুল নিয়ে অপেক্ষা করতে দেখা যায়। দুপুর সাড়ে ১২টার দিকে ফুল নিয়ে তারা মহাসচিবের রুমে প্রবেশও করেন। তবে মির্জা ফখরুল তাদের ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেছেন কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি। এর আগে, ফখরুল তার কক্ষে প্রবেশ করেন।

রিজভীর ফুলেল শুভেচ্ছা গ্রহণ না করার ওই বিজ্ঞপ্তি প্রসঙ্গে জানতে চাইলে দলের সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন বলেন, ‘রিজভী ভাই (রুহুল কবির রিজভী) সম্প্রতি বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব নির্বাচিত হয়েছেন। তিনি দলের ত্যাগী নেতা। দলের জন্য একাধিকবার কারাবরণ করেছেন। সারা দেশের নেতাকর্মীরাও তাকে দারুণ পছন্দ করেন। তার প্রতি নেতাকর্মীদের আবেগও রয়েছে। সবকিছু মিলিয়ে দেশের বিভিন্ন জায়গা থেকে দলীয় নেতাকর্মীরা নতুন সিনিয়র যুগ্ম মহাসচিবকে (রিজভী) শুভেচ্ছা জানাতে আসছেন।’

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা দেশব্যাপী সরকারের নির্যাতন-নিপীড়নের শিকার হচ্ছেন। সরকারের অত্যাচারে তাদের রক্ত ঝরছে। এমন অবস্থায় রিজভী ভাই আর ফুলেল শুভেচ্ছা নিতে চাচ্ছেন না। সেজন্য এই বিজ্ঞপ্তি (দপ্তরে প্রবেশের দরজায়) সাটানো হয়েছে। আশা করি, আপনারা (গণমাধ্যম) এটিকে ইতিবাচকভাবে নেবেন।’

আর/১০:৩০/১৩ এপ্রিল

জাতীয়

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে