Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৪-১৩-২০১৬

ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে ওঠলো সিলেট

ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে ওঠলো সিলেট
আতঙ্কিত নগরবাসী এভাবেই নেমে আসেন রাস্তায়।

সিলেট, ১৩ এপ্রিল- আচমকা ভয়ানক এক ভূমিকম্পে কেঁপে ওঠলো গোটা সিলেট। স্মরণকালের অন্যতম এই ভূমিকম্পে আতঙ্কিত হয়ে পড়েন নগরবাসী। বুধবার দিবাগত রাত ৭টা ৫৭ মিনিটে এ ভূমিকম্প হয়। এসময় আতঙ্কিত নগরবাসী বাসা-বাড়ি, মার্কেট থেকে বেরিয়ে আসেন রাস্তায়।

তবে শুধু সিলেটই নয়, রাজধানীসহ সারাদেশে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। ঢাকা থেকে ৪৬০ কিলোমিটার দূরে বাংলাদেশ-ভারত-মায়ানমার সীমান্তে ভূমিকম্পের কেন্দ্র। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ১২০ কিলোমিটার।

মায়ানমারের মাওলাইকে উৎপত্তি হওয়া এ ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৯। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৩৫ কিলোমিটার নিচে এ ভূমিকম্পের উৎপত্তি হয় বলে ভূমিকম্পের মাত্রা পরিমাপক সংস্থা ইউএসজিএস জানিয়েছে।

প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষতিক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের পর ইন্টারনেট সংযোগসহ মোবাইল নেটওয়ার্কে সমস্যার কথা জানা গেছে।

এফ/২২:০৬/১৩ এপ্রিল

সিলেট

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে