Deshe Bideshe

DESHEBIDESHE

Login
ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৪-১২-২০১৬

যেভাবে নাম্বার আনব্লক করবেন আইফোন সিক্সে

যেভাবে নাম্বার আনব্লক করবেন আইফোন সিক্সে

ওয়াশিংটন, ১২ এপ্রিল- আপনি যদি আপনার ব্যবহৃত আইফোন সিক্স থেকে কোন ফোন নাম্বার ব্লক করে থাকেন এবং সেটি আবার আনব্লক করতে চান, তাহলে নিচের ধাপগুলো অনুসরণ করে আপনি আবার নাম্বারগুলো আনব্লক করতে পারেন।

প্রথমে আইফোনের হোম স্ক্রিনে থাকা সেটিংস ওপেন করে স্ক্রল করে নিচে যেতে হবে। সেখানে থেকে যেতে হবে ‘ফোন’ এ। ফোন সেটিংস এ গেলে পাওয়া যাবে ‘কলস’। ‘কলস’ এ গিয়ে ‘ব্লকড’ এ ট্যাপ করলে ব্লক করা নাম্বার এবং কন্ট্যাক্টগুলো দেখতে পাওয়া যাবে।

‘ব্লকড’ স্ক্রিনে প্রাপ্ত তালিকা গুলোর ওপর ডান থেকে বাম দিকে ‘সোয়াইপ’ করলে ওই নাম্বার বা কন্ট্যাক্ট এর জন্য একটি লাল রঙের আনব্লক বাটন আসবে। যদি আপনি একাধিক নাম্বার একসাথে আনব্লক করতে চান, তাহলে স্ক্রিনের উপরের ডান কোণের ‘এডিট’ বাটনে ট্যাপ করতে হবে। তারপর তালিকায় থাকা নাম্বারগুলোতে সোয়াইপ না করে শুধু ট্যাপ করে গেলেই হবে।

যারা আইওএস ৯ এর কলার ম্যানেজমেন্ট এর সাথে পরিচিত নন, তারা নির্দিষ্ট টেলিফোন নাম্বার এবং একইসাথে অ্যাপলের ফেইসটাইম এবং আইম্যাসেজ সার্ভিসে উত্যক্তকারীর নাম্বারও ব্লক করতে পারবেন। আপনাকে যা করতে হবে, তা হলো কলারের টেলিফোন নাম্বার বা কনট্যাক্ট ব্লক লিস্টে যুক্ত করতে হবে। যদিও অ্যাপল ‘সেইভ না করা’ নাম্বার ব্লক করতে দেয়না, তবে এক্ষেত্রে থার্ড-পার্টি অ্যাপগুলো সাহায্য করতে পারে।

আইওএস ৯ এ যখন আপনি কারো নাম্বার ব্লক করতে চান, ‘ফোন’ অ্যাপটি ওপেন করে ‘রিসেন্ট’ আইকনে ট্যাপ করলে স্ক্রিনের নিচে আপনার সাম্প্রতিক কল সংক্রান্ত কার্যকলাপ দেখা যাবে। যখন আপনি আপনার কাঙ্ক্ষিত নাম বা নাম্বারটা পেয়ে যাবেন, আপনাকে সেটির ডানে বৃত্তের ভেতর ‘আই’ অঙ্কিত আইকনটিতে ট্যাপ করতে হবে। তার ‘ব্লক করুন’ এ ট্যাপ করলেই নাম্বারটি বা নামটি ব্লক হয়ে যাবে।

বিজ্ঞান ও প্রযুক্তি

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে