Deshe Bideshe

DESHEBIDESHE

Login
ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৪-১২-২০১৬

এল নিনোর অভিশাপ কাটিয়ে অঝোরে নামবে বর্ষা

এল নিনোর অভিশাপ কাটিয়ে অঝোরে নামবে বর্ষা

নয়াদিল্লি, ১২ এপ্রিল- এল নিনোর প্রভাবে গত দু’বছর ধরে রীতিমতো ধুঁকতে হয়েছে দেশবাসীকে। তবে এবছর একটু আসার আলো দেখতে চলেছে মানুষ। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে এবছর বর্ষা হবে পরিমাণ মতই। রাজ্যগুলিকে কৃষি সংক্রান্ত পরিকল্পনা শুরু করে দেওয়ার কথাও বলা হয়েছে।

কৃষি মন্ত্রকের সচিব শোভনা কে পট্টনায়ক সোমবার একটি সম্মেলনে জানিয়েছেন, ‘এল নিনো ক্রমশ সরে যাচ্ছে। ফলে ফিরে আসবে লা নিনা। তাই এবছর ভালো বর্ষা হবে। চলতি মাসের শেষে বর্ষা নিয়ে পরিষ্কার ছবি প্রকাশ করে আবহাওয়া দফতর।

২০১৪-১৫তে ভারতে খাদ্য উৎপাদন কমে হয়েছিল ২৫২ মিলিয়ন টন। তার আগের বছর এই পরিমাণ ছিল ২৬৫ মিলিয়ন টন। ২০১৫-১৬ সামান্য বেড়ে হয় ২৫৩ মিলিয়ন টন। ১৪ শতাংশ কম বৃষ্টি হয়েছিল গত বছর। খারাপ বর্ষা হওয়ায় খরা দেখা দেয় বিভিন্ন জায়গায়। মাটিতে আর্দ্রতার প্রভাব বেড়ে গিয়েছে। ফলে চাষের সমস্যা দেখা দিয়েছে।  গ্রীষ্মকালীন চাষ নিয়ে পরিকল্পনা শুরু করতে বলেন সচিব। তবে সেইসঙ্গে যে কোনও পরিস্থিতির জন্য সরকারকে তৈরি থাকতেও বলেন তিনি।

এফ/০৯:৪৯/১২ এপ্রিল

দক্ষিণ এশিয়া

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে