Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 3.4/5 (8 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৪-১১-২০১৬

পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ফুজিমোরি

পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ফুজিমোরি

লিমা, ১১ এপ্রিল- পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম দফা ভোটে বিজয়ী হয়েছেন দেশটির জেলবন্দি নেতা ও সাবেক প্রেসিডেন্ট আলবার্তো ফুজিমরির মেয়ে কেইকো সোফিয়া ফুজিমোরি হাইগুচ। তবে নির্দিষ্ট ভোট না পাওয়ায় তাকে ফের ভোটে অংশ নিতে হবে। আগামী ৫ জুন দেশটিতে দ্বিতীয় দফা ভোট হওয়ার কথা রয়েছে।

রোববারের নির্বাচনে ফুজিমোরি ৩৮ ভাগ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেড্রো কুচজিনস্কি পেয়েছেন শতকরা ২৪ দশমিক ৫ ভাগ ভোট। নির্বাচনে বিজয়ী হলেও ফুজিমোরি শতকরা ৫০ ভাগ ভোট পেতে ব্যর্থ হয়েছেন। এ কারণে তাকে আগামী ৫ জুন কুচজিনস্কি’র সঙ্গে ফের ভোট যুদ্ধে নামতে হবে। এর আগে বেসরকারি ফলাফলে দেখা গিয়েছিল, ফুজিমোরি অনেক ভোটে এগিয়ে রয়েছেন। তবে ভোটে কারচুপি বা বড় ধরনের কোনো অনিয়ম হয়নি বলে রায় দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকরা।

ভোটে এগিয়ে থাকার খবর পাওয়ার পর আগাম বিজয় উদযাপন করেছিলেন ফুজিমোরি। তিনি তখন উল্লসিত সমর্থকদের লক্ষ্য করে বলেছিলেন, ‘ভোটাররা দেশে পরিবর্তন চান। এজন্য তারা আমাকে ভোট দিয়েছে। তাদের সমর্থন আমার দায়িত্ব বাড়িয়ে দিয়েছে। আমি ভোটারদের এই বিশ্বাসের সম্মান রাখবো।’

প্রসঙ্গত, ফুজিমোরির বাবা আলবার্তো ফুজিমোরি দীর্ঘ এক দশক (১৯৯০-২০০০) পেরুর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার শাসনকালকে পেরুরর অন্ধকার যুগ হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। ৭৭ বছরের ওই নেতা বর্তমানে ২৫ বছরের কারাদণ্ড ভোগ করছেন।

এফ/১৭:১০/১১ এপ্রিল

দক্ষিণ আমেরিকা

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে