Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বুধবার, ২০ নভেম্বর, ২০১৯ , ৬ অগ্রহায়ণ ১৪২৬

গড় রেটিং: 3.1/5 (15 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৪-১১-২০১৬

লিবিয়ায় ব্যর্থতা ‘সবচেয়ে বড় ভুল’

লিবিয়ায় ব্যর্থতা ‘সবচেয়ে বড় ভুল’

ওয়াশিংটন, ১১ এপ্রিল- লিবিয়ায় গাদ্দাফি পরবর্তী অবস্থা মোকাবেলায় ব্যর্থতাকে নিজের রাষ্ট্রপতি মেয়াদের সবচেয়ে বড় ভুল বলে আখ্যায়িত করলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। মার্কিন গণমাধ্যম ফক্স নিউজের কার্যালয়ে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। তবে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে লিবিয়ায় হস্তক্ষেপকে সঠিক বলেও মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের এই প্রেসিডেন্ট।   

উল্লেখ্য, আরব ভূখণ্ডজুড়ে ২০১১ সালে আরব বসন্তের প্রেক্ষিতে পশ্চিমা দেশগুলোর হস্তক্ষেপে পতন হয় লিবিয়ার দীর্ঘদিনের স্বৈরশাসক মুয়াম্মার আল গাদ্দাফির। তবে লিবিয়ার সাবেক এই রাষ্ট্রপতিকে হত্যার আরো অস্থিতিশীল হয়ে পড়ে দেশটি। ক্ষমতার দখলকে কেন্দ্র করে বিবাদে জড়িয়ে পড়ে বিরোধী গোষ্ঠিগুলো। সম্প্রতি জাতিসংঘের সহায়তায় একটি ঐক্যমতের সরকার গঠিত হলেও তা এখানো দায়িত্ব গ্রহণ করেনি। 

এফ/১৭:০৫/১১ এপ্রিল

উত্তর আমেরিকা

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে