Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৪-১০-২০১৬

প্রথম ভারত সফরে প্রিন্স উইলিয়াম-কেট (ভিডিও সংযুক্ত)

প্রথম ভারত সফরে প্রিন্স উইলিয়াম-কেট (ভিডিও সংযুক্ত)

মুম্বাই, ১০ এপ্রিল- প্রথমবারের মত ভারত সফর করছেন ব্রিটিশ রাজদম্পতি প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন। ৭ দিনের ভারত ও ভুটান সফরের শুরুতেই রোববার তারা ভারতের মুম্বাইয়ে পৌঁছান। এরপরই ২০০৮ সালে মুম্বাইয়ের তাজ প্যালেস হোটেলে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে স্থাপিত ফলকে শ্রদ্ধা নিবেদন করেন রাজকীয় দম্পতি। হোটেলের যেসব কর্মকর্তা-কর্মচারি ওই হামলার ঘটনা প্রত্যক্ষ করেছেন তাদের সঙ্গেও কথা বলেন তারা।

২৬/১১ নিহতদের স্মরণে পুষ্পস্তবক অর্পনের পর তারা ম্যাজিক বাস, চাইল্পলাইন এবং ডোরস্টেপ নামের তিনটি দাতব্য সংস্থার শিশুদের সঙ্গে দেখা করেন। এরপর   শিশুদের সঙ্গে তারা একটি ছাদ খোলা বাসে মুম্বাই শহর ঘুরে বেড়ান এবং ক্রিকেটও খেলেন।


ভারতের ক্রিকেট তারকা শচিন টেন্ডুলকারের সঙ্গে ক্রিকেট খেলেন কেট মিডলটন। রাজদম্পতির দুই শিশুসন্তান এ সফরে তাদের সঙ্গে আসেনি। সোমবার  ভারতের রাজধানী দিল্লি যাওয়ার কথা রয়েছে উইলিয়াম ও কেটের। সেখানে তারা তাজ মহল দেখতে যাবেন। ২৪ বছর আগে উইলিয়ামের মা প্রয়াত প্রিন্সেস ডায়ানা তাজ মহল দর্শন করেছিলেন।

উলিয়াম-কেট দম্পতির আসামের কাজিরাঙ্গা জাতীয় পার্ক দেখতে যাওয়ার কথাও রয়েছে। ভারত সফরের পর ভূটান যাবেন ডিউক এবং ডচেস অব কেমব্রিজ। দক্ষিণ এশিয়ার এই দুইটি দেশের সঙ্গে সম্পর্কের বন্ধন আরো দৃঢ় করতেই তাদের এই সফর।

ভিডিও

এফ/২৩:৩০/১০এপ্রিল

 

দক্ষিণ এশিয়া

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে